যারা ফেসবুকে ও ব্লগে রাতদিন দেশ উদ্ধার করি, নিজেকে খাঁটি দেশ প্রেমিক প্রেমিকা দাবী করি। একবার যান তো দেখি ব্রাহ্মণবাড়িয়া… সেখানে যেয়ে নিজের সময়, শ্রম, অর্থ দিয়ে হাত বাড়িয়ে দিন ধ্বংস প্রায় সে জনপদের মানুষের দিকে। আপনি যে দেশ প্রেমিক একটিবার অন্তত প্রমাণ করি। যদি আপনি আমি সাহায্য না করি তাহলে আপনাকে সুবিধাবাদী অথবা মিথ্যাবাদী প্রতারক দাবী করতে পারে ঐ নীড়হারা মানুষগুলো?
আমরা আবার সেই ৭১ এর মুক্তিযুদ্ধে ফিরে যেতে পারবো না। কারণ অতীতে ফিরে যাওয়া যায়না যেমনি যাওয়া যায়না ভবিষ্যতে। মানুষের বাস বর্তমানে। তাই ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের ধ্বংস থেকে মুক্ত করা দরকার তাঁরা মুক্তির জন্য যুদ্ধ করছে, আপনার আমার দরকার সে যুদ্ধে অংশ নেয়া। নাকি এসি বা ফ্যানের নিচে বসে কল্পনার দেশ প্রেমের ঝান্ডা উড়িয়ে নিজেকে মহান ভাবতেই থাকবো? ভাবছি এভাবে ভণ্ডামি কতদিনই বা করতে পারবো?
এমন দেশে জন্ম আমার — যে দেশে একজন জাতীয় সংসদদের জন্য শুল্ক মুক্ত গাড়ি আমদানিতে সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি এমপি প্রতি বরাদ্দ প্রায় দেড় কোটি টাকা , এই টাকা সবই জনগণের আর এদের নির্বাচিত করে এই ভাগ্যহত জনগণ অথচ এই মহান দেশে টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের জন্য প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা, আহত পরিবারকে ৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে ব্যাতিক্রম শুধু কোনো ছাগল দেয়া হয়নি। কত পিকুলিয়ার নিয়ম আর মানবিকতা। ঠিক যেনো নিজভূমে পরবাসী আগন্তুক হয়েই বসবাস করছে নিপীড়িত মানুষ।