যাদের নাম মোবারক তাদের শুধু ঈদ আর যাদের নাম মোবারক নয় তাদের দুটোই।
কাজের কথায় আসি। ঈদের দিন সকালে কোলাকুলি করার সময় বুকের সাথে জোরসে চাপ লাগায় প্রান হারালো একজন , এই নিয়ে গত দুই দিনে হতাহতের সংখ্যা তিন । ইনাল্লিয়াহ। প্রতিজ্ঞা করলাম আর নয় কুলাকুলি। এখন থেকে যাই করবোঁ দূরত্ব বজায় রেখে কমপক্ষে ১ হাত। কিছু লোক আছে যারা কথা বলতে বলতে গায়ের উপরে উঠে যেতে চায়। এটা হাফ কোলাকুলির মধ্যে পরে বৈকি। ব্যাপার না।
কোলাকুলির এ ঘটনা শুনে স্বরাস্ট মন্ত্রী মরুভূমি খাতুন জর্দা দিয়ে পান খাওয়ার পরে মান্দার কচা দিয়ে দাত মাজতে মাজতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন যে এই কোলাকুলির কাজ করেছে সে যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।এবং লবণ জল দিয়ে গরগরা কুলি করে আবারো প্রশ্ন ছুড়ে মারেন উপস্থিত সংবাদিকদের দিকে--- যারা মারা গেছে তারা কোলাকুলির আগে বুকে কেন তালা লাগায় নি। এটাও জানতে হবে।
সংবাদিকরা মন্ত্রী মহোদয়কে পাল্টা প্রশ্ন করে-- গতকাল এক ভিক্ষুক ভিক্ষা করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারির হাতে নিহত হয়েছে ।ছিনতাই কারি নাকি আপনার ছাত্র সংগঠনের এব্যাপ্রে আপ্নে কি কন? মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা। পুরা দেশে ছ্রম শাক্তি বিরাজ করছে। সব ধর্মের মানুষ ঈদ উদযাপন করছে।
এদিকে ভিক্ষুক এসোসিয়েশনের লেতারা পুরা ঢাকার শহর ঘেরাও কর্মসূচি দিয়েছে সাথে থাকবেন অং সং সুচি ও কিছু মুচি।এদের শ্লোগান থাকবে দুনিয়ার আবুল এক হও। প্রখ্যাত কবি সাহিত্যিক সুপুরুষ হুসাইন এরশাদ বলেছেন এই ভিক্ষুকদের প্রতিহত করতে তার দল বদ্ধ পরিকর।কেউ সামনে থাকলে ভালো হয় আমি ছাগলের তিন নাম্বর বাচ্চার মত আছি থাকবো। এবং আশাবাদ ব্যাক্ত করেন তিনি ক্ষ্যামতায় আসলে প্রথমেই তালা উচ্ছেদ অভিযান হবে। এবং সকল প্রকার কোলাকুলি নিষিদ্ধ করা হবে ও সকল জাতীয় নেতাকে পয়গম্বরের মর্যাদা দেয়া হবে। কবি আরো বলেন দেশের জীবিত নেতাদের জীবিত থাকা অবস্থায় আন্তর্জাতিক দরপত্র আহবানের মাধ্যমে কুইক রেন্টাল পদ্ধতিতে নিজেদের মাজার দরগাহ খোলার লাইন্সেন্স প্রদান ক্রিয়া সম্পান্ন হবে।
ইহা শুনিয়া দেশের ওলামা মাসাহেক সমাজ বুকে ও পাঁজরে তীব্র ব্যাথা সহ হতাসা ব্যাক্ত করেছেন।তারা শহীদ মিনার ছত্তরে জড়ো হয়ে এহেন চিন্তাভাবনার বিরুদ্ধে অসাম ঘৃনা ব্যাক্ত করেন এবং তারা নিকটবর্তি ম্যানহোল থেকে ঘৃনা ঊঠিয়ে কয়েক ট্রাক নিয়ে গেছে ঘৃনা জানানোর জন্য। পরিবেশবিদরা এই ঘৃনায় দেশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার উৎকণ্ঠা ব্যাক্ত করেন। এদিকে পররাস্ট মন্ত্রী আপা মনি জাতিসংঘের সদস্য প্রায় ১৯৪ টি দেশ ইতিমধ্যে ভ্রমণ সম্পাদন করিয়া গ্রিনেজ বুকের পাঠায় নাম লিপিবদ্ধ করে দেশের মুখশ্রী ফেয়ার এন্ড লাভলি ছাড়া উজ্জল করেছেন।মন্ত্রীর এমন সাফল্যে ইউ এস রাস্টদুত মর্জিনা আপা পিঠ চাপরে দোয়া করেছেন। মাননীয় মন্ত্রী দেশে নেমেই সংবাদিকদের সাথে চকলেট ফ্লেভারের ফেমি কন হাসি দিয়ে বাঁকা মুখে বলেন আমি নাসার মহাকাশযান কিউরিসিটির সাথে যোগাযোগের চেস্টা করছিঃ মঙ্গলে যে আমাদের ভূখণ্ড আছে জলসীমা ও স্থলসীমা এটা কি করে ভাগের ভাগ পামু সে চেস্টায় । আমি দ্রুত মঙ্গল ভ্রমণে যাবো । তাহলে ১৯৫টা হবে।
সম্পুর্ন দেশিও অর্থায়নে মহাকাশের সকল কাজ করা হবে। বিশ্ব ব্যাংক অবশ্য হাতে পায়ে ধরতিছে টাকা আনার জন্য ।
অন্যদিকে বিরোধী দলের লেতাদের কাটের ফার্নিচারের দোকানে নিয়মিত যোগাযোগ রাখতে দেখা যাচ্ছে কারণ ঈদের পর ঘর ছেড়ে মাঠে নেমে মাইর খেয়ে তক্তা হলে যাতে সে তক্তা সুলভ মুল্য বিক্রয় করা যায়।
nOTe-ইচ্ছাকৃত বানান সংশোধনে কিছুটা আগ্রহী।
এটি একটি শ্রেফ রসরচনা । ঈদ মোবারক