মানুষ সবচেয়ে ভালবাসে নিজেকে , নিজের জীবনকে।
তারপর সময়ের পরিক্রমায় একসময় তাঁর কাছে নিজের চেয়েও মূল্যবান হয়ে যায় তাঁর সন্তান।
আবার সে সন্তানও তাঁর কাছে গৌণ হয়ে যেতে পারে। সেটা কখন , কিভাবে ? কেন আমাদের এ দেশেই যে উদাহরন রয়েছে। জাহানারা ইমামের মত কতো শত মা তাঁর সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন। দেশকে মানুষ ভালবাসে তার নিজ জীবনের চেয়েও বেশি , এমনকি তাঁর প্রিয় যে সন্তান তাঁর চেয়েও বেশি -- এ কথা নিশ্চয় আমরা এ দেশের মানুষরা বলতে পারি।
মনটা ইদানিং খারাপ হয়ে যায় যখন ব্লগ বা ফেসবুক এ রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে লেখা দেখি। কি অদ্ভুত, কি অদ্ভুত ! ভাবি ,এটা কি সে দেশ যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছিলেন ?সে দেশ কি এটা যে দেশের মানুষ নিজ জীবন, সম্ভ্রম- সম্মান , সন্তান কে দেশের জন্য উৎসর্গ করে গেছেন?
জামাত - শিবির এর বিরুদ্ধে অভিযোগ করা হয় স্বাধীনতা যুদ্ধে দেশ বিরোধী কাজের জন্য।তাদের নেতাদের বিচার চলছে এ অভিযোগে । এ বিচার স্বচ্ছ নয় , সঠিক নয় এবং তা রাজনৈতিক উদ্দেশে হচ্ছে এ হল তাদের আপত্তির মুল বক্তব্য। তাইতো ? তাদের পক্ষে বা বিপক্ষে কোণটাই না বলে অন্য কথা বলি ,চাই অন্য জবাব। স্বাধীনতা যুদ্ধে শত, হাজার নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন পাক সেনাদের কাছে -- এ সত্য নিয়ে নিশ্চয় জামাত , লিগ , দল অর্থাৎ কোন রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য নেই। যে দল, মত , ধর্মের মানুষ হোক না কেন এ সত্য সবার জন্য একই রকম ভাবে সত্য। প্রশ্ন - পাক সেনাদের কি সাধ্য ছিল এদেশের কোন মানুষের কোনরকম সাহায্য ছাড়া এ কাজ গুলো করার ? তাহলে মানুষ রূপী যে দেশীও পশু গুলো পাক সেনাদের সাহায্য করেছে , সমর্থন করেছে পাক সেনাদের সম দোষে দোষী তারাও কেন হবেনা ? যারা ডিফেন্স নিচ্ছে তারা বলছে এই লোকটি এই অপরাধ করেনি , অপরাধে সাহায্য করেনি - তাইতো? অর্থাৎ অপরাধটি হয়েছে বলে স্বীকার করছে । বিতর্ক করছে , লড়ছে শুধু কে অপরাধি তা নিয়ে।সে ক্ষেত্রে প্রশ্ন কে তাহলে ঐ পাকসেনাদের সাহায্য করেছে? কারা ছিল তারা ? দেশপ্রেমে ঘাটতি ,মূল্যবোধের অভাব , অন্ধ সমর্থন কি বাধা হয়ে দাঁড়িয়েছে অপরাধীকে সনাক্ত করতে বা কে অপরাধ করেছে তা নির্দেশ করতে ? এটা ভেবে দেখতে হবে একটি পক্ষকে ।
রামপাল বিদ্যুৎ প্রকল্প টি সুন্দরবনের জন্য , পরিবেশের জন্য , প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য ক্ষতিকর কিনা এ প্রশ্ন নিয়ে কিভাবে বিতর্ক করে -বড় অবাক হই, হতাশ হই। কেন বিতর্ক হতে হবে এটা নিয়ে? ক্ষতি হবে বা হবেনা - এ প্রশ্ন যখন উঠেছে তখন এ প্রকল্প সুন্দরবন হতে দেশের যেকোনো স্থানে সরিয়ে নিতে বাধা কোথায়? ডাক্তার ঔষধ দেয়ার সময় যদি বলেন এ ঔষধে আপনার সন্তান সাময়িক ভাল হবেন, তবে পার্শ্বপ্রতিক্রিয়া ভবিষ্যতে মারাত্মক হবে- প্রত্যেক পিতামাতা বিকল্প দেখবেন অবশ্যই।সন্তানেরসর্বোত্তম নিরাপত্তাই বিবেচনায় নেন পিতামাতা। দেশত সন্তানেরমতই। রামপাল প্রকল্প ক্ষতি করবে কিনা সে তর্ক করলামনা। ক্ষতি করতে পারে এমন সন্ধেহ যে উঠেছে তা নিশ্চিত। এরপরও রামপাল প্রকল্প নিয়ে পক্ষে কথা বলছে , যুক্তি দেখান হচ্ছে , তর্ক করা হচ্ছে। বুঝতে ভুল করছে কোন পক্ষ ? কোন পক্ষ অন্ধত্ব দোষে দুষ্ট ? আমিই সঠিক -ভাবছে সকল পক্ষ । ১৯৭১ এও কোন কোন পক্ষ ভেবেছিল তারা সঠিক। সময় এর উত্তর দিয়েছে। এবারও নিশ্চয় সময় উত্তর দেবে- কিন্তু ক্ষতি যা হবার তা ততদিনে হয়ে যাবে।