মাদকদ্রব্য নিয়ে ব্লগে লেখালেখি দেখছি। সচেতনতার জন্য এটা দরকার। মাদকদ্র্বব্য বা বেআইনী দ্রব্য প্রসঙ্গে ভিন্ন আরেকটি দিক রয়েছে ।
মাদকদ্রব্য চাষাবাদ, উৎপাদন, বহন- পরিবহন, আমদাী , রফতানী, কেনাবেচা, ধারন , সংরক্ষন বা দখলে রাখা- সবই শাস্তিযোগ্য অপরাধ।
বেআইনীভাবে রক্ষিত মাদক যদি কারও দখলে পাওয়া যায় তবে সে ব্যক্তি ও অপরাধ করেছেন বলে আইন এ অনুমিত হয়। এক্ষেএে যিনি অপরাধ করেছেন শাস্তি তার প্রাপ্য। কিন্তু এরতো বিপরীত দিকও থাকতে পারে।সাম্প্রতিক সময়ে ভাস্কর রশীদ ভারতের কারাগারে দীর্ঘ দিন কারাভোগ করার পর দেশে ফিরে এসেছেন।অপরাধ বিজ্ঙান বিষয়ে যার নুন্যতম ধারনা রয়েছে তিনি বলবেন ভাস্কর রশীদ অপরাধী হতে পারেননা । সাধারন মানুষও তাই বলবেন।কিন্তু ভাস্কর রশীদ এর পুরু ঘটনা পড়লে এটা স্পষ্ট হয়ে যায় যে- যেকোন সময় যেকেউ এরকম অবস্হার শিকার হতে পারেন। কারন মাদকদ্রব্য, জালটাকা, বেআইনী মালামাল- যখনই যার দখলে পওয়া যাবে প্রথমেই অপরাধী গন্য করা হবে তাকে । পরে নিরপরাধ প্রমান করতে করতে ক্ষতি যা হবার তা হয়ে যায়।সেজন্যই সবার সবসময় সতর্ক থাকা দরকার।নানা কাজে প্রতিনিয়ত যাদের বের হতে হয় ,পাবলিক ট্রান্সপোটে যাতায়াত করতে হয় তারা সতর্ক থাকুন সবসময়... যাএাকালে আপনার বসার সীটের নীচে, আশেপাশে কেউ কিছু রেখেছে কিনা দেখে নিন.. রেল বা বাসে যাএাকালে সবসময় লাগেজ লক রাখুন যেন আইন শৃংখলা বাহিনীর তল্লাশি কালে অপরাধী তার অবৈধ মালামাল আপনার লাগেজে দিয়ে নিজে বাচার সুযোগ করতে না পারে।যতই আন্তরিক মনে হউক কাউকে বিশ্বাস করা নয় ..... সিএনজিতে ঊঠর সময় দেখে নিন ভেতরে পেছনে কিছু রাখা কিনা। সবশেষে নিজের অভিগ্জতা শেয়ার করলাম...দেশে ফিরছিলাম....সিডনী এয়ারপোর্ট এ প্লেনে উঠার অপেক্ষায় অপেক্ষমান অবস্হায় এক অপরিচিত বয়স্ক ভদ্রলোক জানতে চাইলেন আমি বাংলাদেশী কিনা, জানালেন তিনিও বাংলেদেশী... কেন এসেছি জানতে চাইলেন, বললেন আমার বয়সী মেয়ে আছে তার,,,,, সহজ সব কথা... এক পর্যায়ে অনুরোধ করলেন তার দেয়া একটি প্যাকেট আমার হ্যান্ড ব্যাগে করে নিতে যা ঢাকা এয়ারপোটে তার আত্মীয় সংগ্রহ করবেন..। আরও জানালেন প্যাকেটে আত্মীয়ের জন্য ঔষধ পাঠাচ্ছেন। হাত বাড়িয়ে নিতে যেয়ে আশেপাশে দুই এক জন বাংলাদেশী দেখে হঠাৎ সতর্ক হয়ে গেলাম কেন ভদ্রলোক অন্যদের এই অনুরোধ করছেননা ভেবে ...বললাম তাকে সেটা ....উওর দিলেননা ..।আমি কঠোর আচরনে ফিরে গেলে তিনি সরে গেলেন....সেদিনের কথা মনে হলে আজও আৎকে উঠি...।হয়তো আমার সন্দেহ অমুলক ছিল....কিন্ত যদি সত্য হত আর আমি তার কথা বিশ্বাস করে.........তাই সবার জন্য বলা....সব সময় সতর্ক থাকুন...।ভাস্কর রশীদ যেন এরকম দুর্ভাগে্যর শেষ শিকার হয়..।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:১০