আমার উড়াল উড়াল মন
তুমি ব্যাগ গুছিয়ে নাও
বাতাস ধরে হাঁটতে পারো কি
ঘুরতে যাবো দূরে কোথাও
দেখো সিলিং কাটা রোদ
উড়ে গেলো তিন চারটে নাম
কোন নামে যাবে আমার সাথে
পাখির ঠোঁটে আছে হলুদ খাম
আশেপাশে যত নদীর ঢেউ
ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে জল
বাকি যারা নদী চেনে না
চোখের মতো দেখতে অবিকল
ক্লান্ত চোখে ঘুম যেন না আসে
দুপুর বেলায় নুপুর পরে নিও
মাঝে মাঝে খেয়াল রেখো চোখে
পা নাচিয়ে সুর ভাসিয়ে দিও
ধরো
বিকেল বেলার কথা
পাখিগুলো যাচ্ছে উড়ে
বুকের ভেতর চিকন চিকন ব্যাথা
মনভারি এক ছাও পাখিদের দল
সাথের কেউ হারিয়ে গেছে বনে
তুমি চোখ রেখেছো পাখির দলে
মন রেখেছো মনে
আমরা বসে রইলাম পথে
নিচে নকশী মাটির কাঠ
চারপাশে ওই একটা বিকেল
একলা সবুজ মাঠ
সন্ধ্যার আগে আগে
পড়ে রইলো পাখির গান
এসব হারিয়ে যাওয়া গানে
এর আগে হয়নি জলের বান
চলো বানের জলে ভেসে
জলের গা ঘেঁষে ঘেঁষে
আছড়ে পড়ি নীল পাখিদের ঘরে
বাড়ি ফিরবো দু'তিন দিন পরে
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২