ধর্মপ্রাণ মুসলমানের পবিত্রতম ইবাদতের মাস শরীফুল মাহে রমজান যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মাধমে পালিত হচ্ছে। হাইব্রিড সওয়াব লাভের আশায় ব্যাপক দান খয়রাত ও মৌসুমী ইবাদত ব্যস্ততার মাধ্যমে মুসলমানরা এ মাসকে জমিয়ে তুলছেন। ৯০ ভাগ মুসলমানের এ দেশে সর্বত্র পবিত্র রমজানের অস্তিত্ব টের পাওয়া গেলেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট “বাঁধ ভাঙার আওয়াজ” এ কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। প্রচুর ব্লগার রমজান উপলক্ষে ব্যানার পরিবর্তনের কথা বললেও, কর্তৃপক্ষ তাতে কান দেয়নি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক। সংখ্যাগরিষ্ঠ মুসলিম ব্লগারদের মতামতকে উপেক্ষা করে ব্লগ কর্তৃপক্ষ বাকশালী আচরণ দেখিয়েছে।
আমি ব্লগের বর্তমান ব্যানারটি সরিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নোক্ত ব্যানারটি টাঙানোর প্রস্তাব করছি।
বড় করে দেখতে
একই সাথে প্রতিটি ব্লগারের প্রোফাইল পিকচারে লিংগ ভেদে টুপি এবং হিজাব সংযোজনের প্রস্তাব করছি। যা হতে পারে এরকম :
পাশাপাশি স্থায়ীভাবে ব্লগের ব্যানারে “বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজনেরও প্রস্তাব করছি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম ব্লগারের এ ব্লগে এটি এখন সময়ের দাবি।
আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।