আজকাল ভালবাসা যেন
এক ছিঁচকে মোরগছানা
খুঁটে বেড়ায় ক্ষুদ কুড়া
আর যত পাথর কণা।
ফন্দি ফিকির তার আছে জানা ভাল।
চারিদিকে দেখে নেয় সাদা নাকি কালো?
মাঝে মাঝে লাফ দেয় এদিক ওদিক।
সবচেয়ে ভালটাই খুঁজে দ্যাখে ঠিক।
এখন লক্ষ্য তার ছড়ানো ছিটানো
অভিষ্ট লক্ষ্য যেন সাগর হাতরানো
হোক না ব্যাঙ সে এক কুয়োর তলার
সাধ কি জাগে না তার, কি আছে বলার?
‘চাঁদটাই চাই আমার’- এ কথাই শেষ
বামনত্বে কি বা ফারাক ইতর-বিশেষ?
বুকে ধরা প্রিয়মুখ ভীষণ আপন
ত্যাগ করে জীবনের সব আয়োজন
রজত(জয়ন্তী) পার করে হীরকের(জয়ন্তী)দ্যুতি
মানে না এসব সেই মোরগ ছানাটি
ভাবে এসব নিছকই বানানো ঝুটি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৯