প্রায় ১৬-১৭ বছর আগে বিটিভি-তে একটা নাটক হতো ১২ রকম মাণুষ (নাদের চৌধুরী'র "বালিকা" ডায়লগটি কে ভুলতে পারে!)।১২ সংখ্যাটি তখনই মাথায় গেঁথে গিয়েছে ।মজার ব্যাপার হলো,হলিউডে ১২ সংখ্যাটি নিয়ে বেশ কয়েকটি মুভি হয়েছে।বিভিন্ন জেনরের সে রকম ছয়টি মুভির কথা আজ শেয়ার করবো।
2012
Directed by Roland Emmerich
Release: 2009
IMDb Rating: 5.8
ডিজাজস্টার মুভির বস রোলাঁ এমরিকের বানানো মুভি।২০১২ সালে পৃথিবী ধংস ও নতুন পৃথিবী সৃষ্টি হওয়ার গল্প।এই মুভি সিনেমা হলে বসে দেখলে আসল মজাটা পাওয়া যাবে ।ক্লোজ-কল, লজিক ও রিয়েলিটি দূরে সরিয়ে রাখলে, মুভিটা খারাপ লাগার কথা না।
ডাউনলোড লিন্ক (এ.ভি.আই. লিন্ক, ৮৯১ মেগা,ব্লু-রে রিপ)
12 Rounds
Directed by Renny Harlin
Release: 2009
IMDb Rating: 5.4
রেসলিং স্টার জন সেনা'র মুভি।ডিটেকটিভ ড্যানি ফিশারের (John Cena) উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছে তার পুরানো শত্রু মাইলস্।কিডন্যাপ করেছে তার স্ত্রী মলিকে।মলিকে ফিরে পাওয়ার একটাই রাস্তা খোলা আছে ড্যানির সামনে।মেনে নিতে হবে মাইলসের শর্ত।খেলতে হবে ১২ রাউন্ডের বিপদজনক এক খেলা।
মুভিটায় হ্যান্ডহেল্ড ক্যামেরার ব্যবহার লক্ষ্য করার মতো।যারা "ঢিশুম-ঢিশুম" অ্যাকশন মুভি পছন্দ করেন,তাদের মুভিটা ভালো লাগবে ।
ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৫৮৮ মেগা)
Ocean's Twelve
Directed by Steven Soderbergh
Release: 2004
IMDb Rating: 6.1
জর্জ ক্লুনি, ব্রাড পিট, ম্যাট ডেমন, জুলিয়া রবার্টস, ক্যাথরিন জেটা-জোনস, ব্রুস ইউলিস (ক্যামিও) কে নাই মুভিটাতে!যা নেই,তা হলো ভালো গল্প।মনে হয়,কাস্টিং এর পিছে এতো খরচ হয়ে গিয়েছে যে,স্টোরির জন্য আর সময় দেওয়া সম্ভব হয়নি । এন্ডিংটাও প্রেডিক্টেবল।
কন মুভি হিসেবে ওশন'স ইলেভেন অসামান্য।তারই সিক্যুয়েল ওশন'স টুয়েলভ।সোডারবার্গের সবচে বাজে কাজগুলোর একটি ।
Twelve and Holding
Directed by Michael Cuesta
Release: 2005
IMDb Rating: 7.6
১২ বছর বয়সী তিন বন্ধু আর তাদের পরিবর্তনের গল্প।জেকব আর রুডি যমজ ভাই।একজন সাহসী অন্যজন ভীরু-লাজুক।দুই বখাটে ছেলের সাথে ঝগড়ার জের হিসেবে মারা যায় সাহসী রুডি।পাল্টে যায় ভীতু জেকব।সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেবার।
(প্রায়) টিন এজারদের ম্যাচিওরিটি আর ইনোসেন্সের গল্প।চমৎকার এক মুভি!
ডাউনলোড লিন্ক (এ.ভি.আই., ৫১৬ মেগা)
ডাউনলোড লিন্ক (মিডিয়াফায়ার লিন্ক, ডিভিডি রিপ, ৮১৪ মেগা)
12 Angry Men
Directed by Sidney Lumet
Release: 1957
IMDb Rating: 8.9
নিজের বাবাকে খুনের দায়ে অভিযুক্ত এক টিন এজার।সাক্ষ্য-প্রমাণ সবই তার বিরুদ্ধে।জুরিরা ঠিক করলেন "গিল্টি" বলে ভার্ডিক্ট দিবেন।এগারোজন একমত ছিলেন, কিন্তু বেঁকে বসলেন এক জুরি।শুরু হলো রুদ্ধদ্বার আলোচনা।সময়ে প্রকাশিত হতে থাকলো জুরিদের ভেতরকার লুকিয়ে থাকা জেদ-রাগ-ভালোবাসা-বিশ্বাস আর কুসঙ্সকার।
মুভিটা যেন মানবীয় আবেগের এক ক্যানভাস।মুভিটায় নেই পরিচিত কোনো সুপারস্টার।তারপরেও দর্শকের মনোযোগ ধরে থাকে শেষ দৃশ্য পর্যন্ত।১৯৮৬ সালে Ek Ruka Hua Faisla নামে ইন্ডিয়ায় এটাকে রিমেক করা হয় (আমার দেখা ভালো ইন্ডিয়ান রিমেকগুলার একটা)।
মাসট, মাস্ট সী!
ডাউনলোড লিন্ক (এ.ভি.আই.,৫১৭ মেগা)
Twelve Monkeys
Directed by Terry Gilliam
Release: 1995
IMDb Rating: 8.1
২০৩৫ সাল।পৃথিবীর মাণুষেরা মাটির নীচে বসবাস করে।কারণ ১৯৯৭ সালে এক ভাইরাসের কারণে পৃথিবীর উপরিভাগ জীবনধারণের অনুপযোগী হয়ে পড়েছে।মারা গিয়েছে ৯৯% মাণুষ ।বিজ্ঞানীরা ঠিক করলো জেমস কোল (Bruce Willis)-কে টাইম মেশিনে করে ১৯৯৬ সালে পাঠাবে।যেন সে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে (যারা "Heroes" টিভি সিরিয়ালটি দেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি,গল্পটা একটু চেনা-চেনা লাগছে কি?টিভি সিরিয়ালগুলো কিন্তু মাঝে মাঝে, বিভিন্ন দেশের মুভি থেকে কপি-পেস্ট করে )।কিন্তু একটু ভুল হয়ে গেলো।জেমস এসে উপস্হিত হলো ১৯৯০ সালে।কেউ তাকে বিশ্বাস করলো না।উল্টো তার স্হান হলো পাগলা গারদে।সেখানে এসে দেখা হলো জেফ্রি (Brad Pitt)-এর সাথে।
টেরি গিলিয়ামের (হলিউডের বস পাব্লিকদের মাঝে অন্যতম) সেরা কাজগুলোর একটা।সাইন্স ফিকশন মুভি যে স্যুরিয়েলিস্টিক, সাইকো থ্রিলার স্টাইলে বানানো যায়, তার প্রমাণ এই মুভিটা।আমার কাছে মুভির আরেকটি ব্যাপার স্মরণীয় হয়ে আছে, সেটা হলো ব্রাড পিটের চোখের পলক ফেলার রেগুলারিটি আর ইর্রেগুলারিটি।শুধু আমি একাই না, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আমার সাথে একমত।এই মুভির জন্য '৯৫ সালে পিট বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পায়।
ডাউনলোড লিন্ক (মিডিয়াফায়ার লিন্ক, ৫০৬ মেগা)
লাস্ট মুভি পোস্ট:
৬টি মাস্ট সী নন হলিউড মুভি
Click This Link