একটি সৃজনশীল উপপাদ্য : প্রমান কর যে ,
"সকল সাংবাদিকই ছাগল কিন্তু সকল
ছাগল সাংবাদিক না "
একদা প্রথমআলোর সাংবাদিক শিশির
মোড়ল
মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ
দেখলেন, পথিমধ্যে এক জায়গায়
ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল,
হতাহতের ঘটনাও ঘটেছে।
শিশির মোড়ল ভাবলেন,
দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু
ইনফরমেশন
নি। এগিয়ে গেলেন
তিনি।
এদিকে লোকজন ভিড়
করে দাঁড়িয়ে আছে । ঘটনাস্থলের
কাছাকাছি যাওয়াই জাচ্ছে না ।
মনে মনে ফন্দি আঁটলেন মোড়ল । উঁচু গলায়
বলতে শুরু করলেন, ‘দেখি ভাই,
আমাকে একটু সামনে যেতে দেন।
যিনি মারা গেছেন, তিনি আমার
অত্যন্ত আপনজন… তিনি আর আমি এক
সাথে সাংবাদিকতা করি । একটু
সামনে যেতে দিন।’
মোড়ল কে জায়গা করে দিল লোকজন।
মোড়ল সামনে গিয়ে দেখলেন,
দুটো ছাগল মরে পড়ে আছে!
মোরাল: অতি চালাকের গলায়
দড়ি কিন্তু অতি চালাক ছাম্বাদিক
দড়িবাধা ছাগলই হয় ।
RusseL da BlinDSouL