এক লোক জীবনের প্রতি বিতৃষ্ণ
হয়ে আত্মহত্যার
জন্যে কর্নফুলী ব্রিজের উপর
দাঁড়িয়ে ভাবছেন। শেষ পর্যন্ত
সিদ্ধান্ত নিলেন এ জীবন আর রাখবেন
না। তিনি যখন লাফ দেবার
প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন পেছন
থেকে এক মেয়ে বলল :
- খোদার দোহাই, থামুন!
- কেন থামব? কী হবে বেঁচে থেকে?
- বেচে থাকার প্রয়োজন আছে, এ জগৎ
থেকে এভাবে চলে যেতে নেই।
- কী করব আমি?
আমাকে দিয়ে কী হবে এ জগতের?
মেয়েটি কিছুক্ষন
ভেবে জিজ্ঞাসা করল…:
-আপনার নাম কি ?
-কুদ্দুছ
-আমার নাম কমলা। আপনি কোথায়
থাকেন?
-কালামিয়া বাজার ।
-আমিও । আপনি কত টুকু পড়াশুনা করছেন ?
-দুই বার দিয়ে মেট্রিক পাস ।
-ওয়াও আমাদের কত মিল । আমিও
মেট্রিক পাস । তো আপনি এখন
কি করেন ।
লোকটার চোখে মুখে তখন নতুন সপ্নের
হাতছানি । সে উত্তর
দিলো আমি সাংবাদিক ।
মেয়েটি রেগে লোকটাকে ব্রিজ
থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে
বলল: মর ফকিন্নির পুত !!!!তোর
জায়গা জাহান্নামে!
পরিশেষে বলবো সাংবাদিকতা একটি মহান পেশা । কিন্তু কতিপয় হলুদ সাংবাদিকদের কারনে মহান পেশার সন্মান ধূলিসশাত হচ্ছে ।
এখনই সময় হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার তা না হলে অদূর ভবিষ্যতে সাংবাদিকের নাম শুনলেই ক্ষোভের বহিপ্রকাশ ঘোটবে ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৬