‘আম্মু তুমি অনুমতি দাও। আমার মন বলে, হৃদয় বলে-আমরা গেলে এই সরকারের পতন হবেই হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের আটকে রাখো, তাহলে দেশ থেকে কীভাবে অন্যায় দূর হবে? কীভাবে পরিবর্তন আসবে? ৩ আগস্ট রাতে ও ৪ আগস্ট ২০২৪ সকালে এসব বলেই শত বাধা অতিক্রম করে মাকে বুঝিয়ে আন্দোলনে যাওয়ার অনুমতি নেন মো. ওসমান পাটোয়ারী (২২)।
ওসমানের সঙ্গীরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চাচ্ছিলেন। তখন ওসমান বলেন, ‘আমি বিজয় নিয়ে বাড়ি ফিরব, তোরা চলে যা।’ তাদের বিদায় দিয়ে আবার সামনের দিকে যান ওসমান। এরপর আর ওসমানের সঙ্গে দেখা হয়নি তার বন্ধুদের। কিছুক্ষণ পর ওসমানের নম্বরে কল করে জানতে পারেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এরপর তার বন্ধুরা হাসপাতালে গিয়ে জানতে পারেন ওসমান গুলিতে শাহাদতবরণ করেছেন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০১