চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।
তাহারে চিনি না আমি,
সে আমারে চিনে।
বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার,
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না।
সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়,
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত।
প্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর লেখা গান।"চন্দ্রকথা" ছায়াছবি থেকে।
Youtube link:
http://www.youtube.com/watch?v=Vv--YbAlL_I
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৬