১৯৯২ সালে "বোতল ভূত" দিয়ে আমার প্রথম পরিচয় এই মানুষটির সাথে।এখনও বই মেলা থেকে যত বই কিনি তার অর্ধেকই থাকে হুমা্য়ুন আহমেদ এর।তার বই থেকে যে লাইন গুলো ভালো লাগতো,একটা ছোট্ট খাতায় টুকে রাখতাম-পরে সময় পেলে উল্টে পাল্টে দেখতাম।২০০২ এর পর আর লেখা হ্য়নি আমার সেই খাতায়।মানুষটি মারা যাবার পর খুঁজে বের করলাম সেই খাতাটি।সেখান থেকে কিছু তুলে দিলাম এখানে.....
১।যাদের জীবনে মজার অংশ কম তারা অন্যের মজা দেখে আনন্দ পায়।দুধের স্বাদ ভাতের মাড়ে মেটানোর মত।(হিমুর রুপালী রাত্রি।পৃ:১০)
২।বাথরুমকে ছোট করে দেখার কিছু নেই।জগতের মহত্তম চিন্তাগুলি করা হ্য় বাথরুমে।(হিমুর রুপালী রাত্রি।পৃ:১৩)
৩।ইউনিভার্সিটির পুরনো বন্ধুর সংগে দেখা হলে মুখ হাসি হাসি করে জিঞ্জেস করা হয়-"তারপর কি খবর,ভাল আছেন?এখন কি করছেন?"
কলেজের পুরানো বন্ধুর সংগে বলা হ্য়-"আরে তুমি?কেমন আছো?"
আর স্কুল লেভেলের বন্ধুর সংগে দেখা হলে একজন আরেক জনের উপর ঝাপিয়ে পড়ে-তাই নিয়ম।(হিমুর রুপালী রাত্রি।পৃ:৪৭)
৪।নদীর সংগে মানুষের অনেক মিল আছে-এ ধরনের কথা বলা হয়।নদীর সংগে মানুষের সবচেয়ে বড় অমিল হলো নদীর পানি হঠাৎ করে উল্টো দিকে বইতে পারে না।মানুষের গতিপথ হুট করে কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই পাল্টে যেতে পারে।(একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা।পৃ:৯৫)
৫।মানুষকে সবসময় স্বাভাবিক লাগবে এটা কোন কাজের কথা নয়।প্রানী হিসেবে মানুষ অস্বাভাবিক।সে স্বাভাবিকের ভংগি করে পৃথিবীতে বাস করে।(একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা।পৃ:৬৯)
৬।খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা।নিজেদের তৈরি করা ছোট ছোট ফাদেঁ তারা নিজেরা ধরা পড়ে।(আমিই মিসির আলি।পৃ:১৭)
৭।কোন মানুষকে খুব বেশী পছন্দ হয়ে গেলে জীবন যাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে।(আমিই মিসির আলি।পৃ:৫৫)
৮।সুন্দর সব কথাই বলা হয়ে গেছে।সবচেয়ে বেশী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথের জন্ম বাংলা সাহিত্যের বড় দুর্ঘটনার একটি।তাঁর কারনে সুন্দরের চিন্তায় ও ব্যাখ্যায় অন্যরা আগ্রহ হারিয়ে ফেলেছে-এই ব্যাপারটা কি কেউ লক্ষ করেছে?(কবি।পৃ:৩৬)
৯।মানুষকে ঘৃনা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদন্ড দেয়া হ্য়নি অথচ মানুষকে ভালবাসার অপরাধে অতীতেও অনেককে হত্যা করা হয়েছে,ভবিষ্যতেও হ্য়তো হবে।(সম্রাট।পৃ:৭৯)
১০।ঈশ্বর দুটি শয়তান তৈরি করেছেন।দুটির একটি হচ্ছে যে আদমকে গন্ধম ফল খাইয়েছে আর একটি হচ্ছে মার্কিন সরকার।(সম্রাট।পৃ:৭৪)
১১।যাদের ক্ষমতা বেশি থাকে তারাই অন্যকে সেই ক্ষমতা দেখায় না।ক্ষমতা যত অল্প হ্য় সেই ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও তত বেশি হয়।
(কালো যাদুকর।পৃ:৪০)
আজ এ পর্যন্তই....ভালো লাগলে আবার হ্য়তো লিখবো।
এ বিষয়ে আমার পূর্বের পোষ্ট: http ://www.somewhereinblog.net/blog/smoazzem/29640707
ইচ্ছে হলে পড়তে পারেন।
ফেসবুক হুমায়ুন আহমেদ স্যার কে নিয়ে আমার পেজ:
Click This Link
চাইলে ঘুরে আসতে পারেন।
সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৫