আকাশে কিছু নেই,বাতাসে কিছু নেই,
জমিনে কিছু নেই,শূন্যে কিছু নেই,
পাপে কিছু নেই,পূন্যে কিছু নেই,
সূর্যে কিছু নেই,চন্দ্রে কিছু নেই,
পাহাড়ে কিছু নেই,সাগরে কিছু নেই,
কোথাও কিছু নেই,কোথাও কিছু নেই,
যা আছে এই মনে,
যা আছে এই মনে........।
পাদটিকা: অনেক অনেক আগে BTV তে মমতাজউদ্দীন আহমেদের একটা নাটক দেখেছিলাম, যেখানে মমতাজউদ্দীন আহমেদ এরকম কয়েকটা লাইন বলতে থাকেন।সেই বিবেচনায় এটাকে মৌলিক কবিতা বলা নাও যেতে পারে।কবিতাটা মমতাজউদ্দীন আহমেদ কে-ই উৎর্সগ করলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯