প্রিয় ব্লগবাসিন্দাগন,আজ আমরা একজন বিবাহিত পুরুষের ঠাট্টাৎকার নিতে যাচ্ছি। তিনি এতটাই লজ্জিত যে তিনি তার পরিচয় দিতেও লজ্জিত। অনেক কষ্টে মষ্টে তারে এই ঠাট্টাৎকার! অনুষ্ঠানে হাজির করলাম। তাহলে শুরু করা যাক আমাদের ঠাট্টাৎকার!।
ঠাট্টাঃ কেমন আছেন আপনি?
বিবাহিতঃ আগে বলেন আমার সামনে যেইটা ধরছেন সেইটা কি মাইক্রোফোন নাকি রুটি বানানোর বেলন? আমি আবার এই জিনিসরে ব্যপক ডরাই।
ঠাট্টাঃ না ভ্রাতা ইহা মাইক্রোফোন,ডরাইয়েন না। বিবাহিত জীবন কেমন?
বিবাহিতঃ বেচে থেকেও মরনকে করা বরণ।
ঠাট্টাঃ এমন একটি কাজের কথা বলুন যা আপনার প্রতিদিন করতে হয়,কিন্তু তাতে আপনি মহাবিরক্ত।
বিবাহিতঃ স্ত্রীর কাপড় কেচে দেয়া।
ঠাট্টাঃ বিবাহিত জীবনে কোন জিনিসটি আপনি সবচাইতে বেশি পেয়েছেন?
বিবাহিতঃ ঝাড়ি।
ঠাট্টাঃ আপনার স্ত্রী আদুরে গলায় আপনাকে কি নামে ডাকে?
বিবাহিতঃ প্রথম প্রথম জান বলে ডাকতো,এরপর জানু কিন্তু এখন টারজান বলে ডাকে।
ঠাট্টাঃ কোন গানটি আপনার সবচাইতে প্রিয়?
বিবাহিতঃ হায়দারের "আমি ফাইসা গেছি মাইনকার চিপায়"
ঠাট্টাঃ আপনার জীবনের একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা বলুন।
বিবাহিতঃ মশারী না টানানোর অপরাধে সারারাত বাথরুমে আটকে থাকা।
ঠাট্টাঃ আচ্ছা আপনি কি জানেন এই অনুষ্ঠানটি লাইভ দেখাচ্ছে?
বিবাহিতঃ বলেনকি সারে সর্বনাশ।
ঠাট্টাঃ আরও সর্বনাস বাকি আছে,আপনার স্ত্রী এই মাত্র ফোন করে জানিয়েছেন তিনি এখানে আসছেন।
বিবাহিতঃ আমি গেলাম তাইলে।