প্রেমের অবারিত মন্দিরে,
প্রেমিক-প্রেমিকারা যায় নত শিরে,
শপথ নেয় বিশ্বাস, ত্যাগ আর
ভালবাসবে পরস্পরে।।
প্রেমকুঞ্জের শান বাধানো ঘাটে,
দুজনায় যায় ছুটে প্রাণের টানে।।
প্রেমতলার বাজারে
ভালবাসা দিন দুপুরে,
বিক্রি হয় সের দরে।।
হায়রে! নিয়তির কি পরিহাস,
শনির প্রকোপে দুজনার মনে
জাগে সন্দেহ অবিশ্বাস।।
দুজনের মনলোকে
হটাত জেগে উঠে,
দোষারোপের সুনামি ।।
ভেংগে যায় এভাবে কতশত
শান্তি সুখের বসত বাড়ী,
কে রাখে তার হিসাব?
কারো কারো জন্য
প্রেম-ভালবাসা তাই অভিশাপ।।
চলতে গেলে প্রেমের নন্দিত মহাসড়কে,
অনেক ভাগ্য লাগে এ জগতে,
নিখাদ খাটি ভালবাসা পেতে
সবাই কত আশা নিয়ে বসে থাকে।।
প্রেমের সাগর পাড়ি দিতে আছে ডুবার ভয়,
কত তরী কুল না পেয়ে ডুবে সাগর মোহনায়,
খাটি প্রেম থাকলে হবে ভালবাসার জয়।।