সব কথা কবিতায় যায় না বলা,
কিছু কথা থেকে যায় না বলা,
চোখে চোখে কত কথা হয়ে যায় বলা,
মনের মানুষ সহজেই বুঝে নেয়,
প্রিয়ার মনের গোপন কথা।
ছন্দ মিল পাইনা খুজে,
নই আমি কবি,
নই আমি চিত্রকর,
আকতে পারি না ছবি।
ব্যবসায়ী হব নাই মোর পূজি,
কেমনে হবে তাই রুটি রুজি?
আদেশ শুনতে ভাল লাগেনা,
চাকুরী করা তাই হলনা।।
সুর তালের মিল হয় না,
গান গাইতে তাই পারিনা,
সুরেলা গলা নেইকো আমার,
হতে পারিনি তাই কোকিল,
যুক্তি তর্ক লাগেনা ভাল,
তাই হইনি উকিল।
নাচতে জানিনা তাই
উঠান বাকা,
ফাকা বুলি ছাড়ি সদা।
খাওয়া আর শোয়া,
আছে বাকী শুধু এই দুটো কাজ,
তাও না পারলে লাগে বড় লাজ।।