ঝিনুকের মাঝে যেমন আছে লুকিয়ে মুক্তার প্রাণ,
সুন্দর বনে চপলা হরিনি যেমন খুজে ফিরে,
কস্তুরির ঘ্রাণ আপ্রাণ,
তেমনি আমি খুজেছি
তোমায় হয়ে পেরেশান
বার বার আমি খুজেছি
তোমায়।
মধু বসন্তের আগমনে,
কাঁঠালি চাপার বনে
বার বার আমি খুজেছি
তোমায়,
পড়েনা নাকি তোমার মনে?
এক গুচ্ছ ফুল হাতে
ছিলাম আমি দাড়িয়ে,
শুধুই তোমার অপেক্ষাতে প্রিয়ে।।
একাকী আমিই শুধু হাতড়ে বেড়াই,
স্মৃতির আংগিনায়,
ব্যর্থ আখি দুটি ফিরে আসে বারবার,
ওগো প্রিয়া, না পেয়ে তোমায়।।