আমরা ব্লগার,আমরা প্রত্যেকেই এক একজন আলাদা মানুষ।মানুষ হিসেবে প্রতিটি মানুষেরই আছে কিছু চিন্তা-চেতনা,ধ্যান-ধারনা ও ভাবনা। আর সবার ভাবনা যে এক হবে তা কিন্ত নয়। তবে সামগ্রিকভাবে দেশের জন্য,সমাজের জন্য ভাবনা গুলো খুব কাছাকাছি হওয়াই স্বাভাবিক। আমরা সমাজের নেতিবাচক দিক গুলো যেমন আমরা তুলে ধরার চেষ্টা করি, ঠিক তেমনি ইতিবাচক দিক গুলোও উদাহরণ হিসেবে উপস্থাপন করি। যাতে সমাজ ও রাষ্ট্রের যাতে কল্যাণ হয়। সামাজিক ও রাষ্ট্রীয় অবক্ষয়ের ক্ষত থেকে বেরিয়ে আসার কৌশলও আলোচনা বা সমালোচনার মাধ্যমে বেড়িয়ে আসে, সে লক্ষ্যেই আমাদের এ ব্লগিং প্রচেষ্টা। তাছাড়া নিজের মতামত ও গ্রহণ যোগ্যতার উন্নয়নও কম বড় পাওয়া নয়।
বাংলা ব্লগ, বাংলা ভাষাভাষী'দের জন্য দারুণ একটা প্লাটফ্রম। যেহেতু বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা। বাংলা ভাষায় লেখালেখি বা মতামত প্রকাশের সুয়োগ আমাদের যারা করে দিয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধার চোখে দেখি। না হলে তাদের প্রতি অবিচার করা হবে।
আমরা নিশ্চয়ই আমাদের প্রাণ-প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অত্যন্ত ভালবাসি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠে এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকাও অবশ্য কর্তব্য। ব্লগাররা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোক, অন্যায় যত নিপাত যাক, সত্য প্রতিষ্ঠিত হোক আর প্রস্ফুটিত হোক আমার শ্যামল বাংলা।
ব্লগিং এগিয়ে যাক, দূর-বহুদূর।
শুভ ব্লগিং.............
শুভকামনা সবাইকে।