নিঃস্বার্থ ও ন্যায় সঙ্গত দাবী নিয়ে জনগণের যে আন্দোলন তা বৃথা যেতে পারে না। শাহবাগ গণজাগরণ মঞ্চ তার প্রমাণ।শাহবাগ গণজাগরণ মঞ্চ নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, শেষ পর্যন্ত সেই শাহবাগ আন্দোলনের জয় হতে চলেছে। সত্যকে কোনদিন মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। সেই শাহবাগ আন্দোলনে স্বতস্ফূর্ত ভাবে অংশ নিয়েছিল দেশ প্রেমিক ছাত্র/ছাত্রীসহ সর্বস্তরের সাধারন মানুষ। তাদের একটাই দাবী ছিল যুদ্ধাপরাধী এসব মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি।
আমাদের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী বাহিনীর দালাল সেজে জঘন্য জঘন্য অপরাধে লিপ্ত হয়েছিল এসব মানবতাবিরোধী অপরাধীরা। ওদের জন্য আমরা হারিয়েছি আমাদের বহু দেশ প্রেমিক নাগরিককে। আর অনেক মা-বোনেরা হারিয়েছিল ইজ্জত। ইতিহাস তাদের ক্ষমা করবে না কোন দিন। আমরা ইতিহাসের সেই দায় মুক্তির পথেই পা বাড়াচ্ছি। বিশ্ববাসী জানুক, আমরা অপরাধীদের ক্ষমা করিনি, প্রশ্রয় দেইনি । পাপ করলে শাস্তি হয়, এ কঠিন সত্যের মুখোমুখী দাঁড় করাতে পেরেছি আমরা এসব অপরাধীদের।
লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীন দেশটিতে তারা যখন মন্ত্রি হয়ে গাড়ীতে জাতীয় পতাকা নিয়ে দাবড়ে বেড়াত, তখন নিজেরই লজ্জা হতো। যারা দেশের স্বাধীনতাই চায়নি,
বিরোধীতা করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের পাকিস্তানী বাহিনীর হাতে তুলে দিয়েছে তারাই এখন আমার এ দেশের মন্ত্রি !
আজ কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি ঘোষিত হওয়ায় জাতি কলঙ্ক মুক্ত হওয়ার পথে পা বাড়াচ্ছে। আমরা আশা করবো, কাদের মোল্লাসহ সকল মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর হোক।
ছবি ফেইজবুক থেকে।