
সাভার ট্রেজেডিতে শত শত মানুষের মৃত্যু যখন জাতিকে গভীর ভাবে নাড়া দিচ্ছে, ঠিক তখনও হেফাজতে ইসলাম তাদের কর্মসূচী নিয়ে পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছে। এখনো উদ্ধার তৎপরতা শেষ হয়নি। শেষ পর্যন্ত কত মানুষকে আমরা হারাবো, তা বলা যাচ্ছে না। এত এত মানুষের প্রাণ গেলো, যা ভাবলে দম বন্ধ হয়ে যায় ! কি সরকার, কি বিরোধী দল, সবাই যখন শোকে স্তব্ধ, তখন হেফাজতে ইসলাম এর ঢাকা অবরোধ করার হুমকি কতটা যুক্তিযুক্ত তা ভেবে পাওয়া যায় না। গনজাগরণ মঞ্চ যেখানে তাদের ২৭ এপ্রিল নারী মহা-সমাবেশ বাতিল করতে পেরেছে, সেখানে হেফাজতে ইসলাম কেন তাদের ৫মে'র অবরোধ কর্মসূচী বাতিল করতে পারেনি ! এখানে কি তারা মানবতাবোধ বা সহমর্মিতা দেখাতে পারতো না !

আমরা মানবতাবোধে বিশ্বাসী, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম শান্তির ধর্ম,মানবতার ধর্ম । নিহত মানুষগুলোর আত্মা যাতে শান্তি পায়, আহত মানুষগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়, পরিবার পরিজন গুলো দ্রুত শোক সইবার শক্তি ফিরে পাক, এ কামনা করি। আর দোষী ব্যাক্তিদের কঠোর ও কঠিন শাস্তি হোক এটা আমাদের প্রত্যাশা । পাশাপাশি ভবিষ্যতে যেন, আর একটি মানুষও এভাবে দূর্ঘটনার শিকার না হয়, সে ব্যাপারে সচেতন ও যথাযথ উদ্যোগ গ্রহন জরুরি।

ছবি বাংলা নিউজ ২৪ ডটকম।