
পরীক্ষা এলে প্রতিটা ছাত্রের একটা প্রস্তুতি থাকে। সেটা শুধু যে পড়ালেখার প্রস্তুতি তা নয়। মানসিক প্রস্তুতি একটা বড় ব্যাপার। যা কোন ছাত্রকে ভাল পরীক্ষা ও ভাল ফলাফল পেতে সাহায্য করে। নির্দিষ্ট সময় ও তারিখে যখন পরীক্ষা দেয়া যায় না, তখন যে কোন শিক্ষার্থীর মনোবল ও আত্ববিশ্বাস নষ্ট হয়। বিরুপ প্রভাব পড়ে তার চিন্তা, চেতনায় এবং মনে। পরীক্ষার্থী এ সকল ছাত্রদের মুখের দিকে তাকালে অনেক কষ্ট হয়।যারা রাজনীতি করেন তারা এগুলো ভেবে দেখবেন নিশ্চয় ! সামনে যেন এ রকম আর না হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এবং আমাদের রাজনীতিবিদরা যেন চাপ মুক্ত রাখতে পারি।
গত 'এস এস সি' পরীক্ষার সময়ও আমরা লক্ষ্য করেছি এ হীন বিষটি।পরীক্ষার সময় হরতাল। আমরা তাদের পরীক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি নাই। যার জন্য বারবার ছন্দ পতন ঘটছে তাদের পরীক্ষায়। আর সেটা যে কারণেই হোক। পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব ছিল আমাদের সরকার,রাজনীতিবিদ সহ সকলের। আর পড়ালেখার দায়িত্ব ছিল তোমাদের । আমাদের দায়িত্বটা আমরা পুরোপুরি পালন করতে পারি নাই। এর প্রধান কারণ হতে পারে রাজনৈতিক অবস্থা। ক্রমাগত হরতাল বিড়ম্বনায় দেশ যখন ভোগছে, তখন আর আমরাদের কিছু করার থাকে না। তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তোমাদের কষ্টটা আমরা বুঝি, কেননা আমরাও কোন এক সময় পরীক্ষার্থী ছিলাম। তারপরও কিছু যেন করার নেই আমাদের। রাজনীতি ও ক্ষমতার কাছে আমরা বড় অসহায়। আমাদের রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ পরীক্ষার দিন হরতাল বাদ দেন। লক্ষ্ লক্ষ শিক্ষার্থীকে চাপ মুক্ত রাখুন। এরাই তো আমাদের ভবিষ্যত, জাতির ভবিষ্যৎ । পরীক্ষা তো আর সারা বছর হয় না, তখন না হয় হরতাল, আন্দোলন যা করার করবেন, আমাদের আপত্তি নাই।
ছবি বাংলা নিউজ ২৪ ডটকম।