
ক্রমাগত হরতাল আর সহিংস ঘটনায় বাঙালির প্রধান উৎসব "পহেলা বৈশাখ" এর আনন্দ অনেকটাই মাটি হতে চলেছে। পহেলা বৈশাখে মানুষ যে কেনা-কাটা করবে তারও সুযোগ মিলছে না। আজকাল কর্মব্যস্ত নারী-পুরুষরা স্ত্রী-সন্তান নিয়ে ঘুরে বেড়ানোর সময় পায় না। বিশেষ কোন উৎসব ছাড়া।
দোকানীদের মাথায় হাত, তাদের ব্যবসা লাটে উঠছে। এমনিতেই হরতালের পর হরতাল, তার উপর একটি উৎসবের ব্যবসা মিস। সব মিলিয়ে হাহাকার অবস্থা। বাংলা নবর্ষের দিনে নতুন পোষাক ঘুরে বেড়ানোর আনন্দ জীবন চলার পথে ভিন্ন মাত্রা যোগ করে।
গত পহেলা বৈশাখের একটি স্মৃতি ও কথা মনে পড়ছে। একটি দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছি তখন এক রিক্সাওয়ালা একটি শাড়ি কিনে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালাটি আমার পরিচিত। আমাকে দেখেই যেন লজ্জা পেয়ে বলতে থাকলো - ভাই, একটি শাড়ি কিনলাম। এমনিতেই কিনতে হবে, তাই পহেলা বৈশাখ ........এক সাথে দু'ইটাই হলো। ভাবলাম তাই তো, প্রয়োজনটাও মিটলো, আবার যে মানুষটির জন্য নতুন পোষাক কেনা হল সে খুব খুশি হবে নিশ্চয় !
পহেলা বৈশাখের উৎসব এখন বাঙালির প্রাণের উৎসবে পরিনত হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। গ্রাম-গঞ্জেও এখন দেখা যায় ইলিশ মাছ ভাজি আর পান্তাভাত খাওয়ার দৃশ্য।