চট্রগ্রামের হুজুররা বলেছেন সমাবেশ করতে বাধা নেই। তবে সেখানে ব্লগাররা বক্তব্য দিতে পারবে না। আমি বিনীত ভাবে আমাদের হুজুরদের বলতে চাই যে "ব্লগার" মানেই খারাপ কিছু না। আপনাদের ধরনাটা ভুল এবং প্রমানিতও হবে একদিন। যারা আপনাদের ভুল বুঝিয়েছে তাদের স্থান সমাজে নেই। ভাল-মন্দ মানুষ সব জায়গাতে আছে। সবাই সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেও না। যারা করে তাদের বলতে পারেন।
ব্লগাররা সমাজ ও রাস্ট্রের ইতিবাচক ও নেতিবাচক গুলো তুলে ধরে। তাতে করে কোনটা ন্যায়, আর কোনটা অন্যায়, তা যুক্তিতর্কের মাধ্যমে পরিস্কার হয়।এটা একটা ভাল লক্ষণ। যা রাষ্ট্র ও সমাজের মানুষ গুলোর কাজে লাগে,আর যাতে সমাজ বিশুদ্ধ হয়। দু'একটা ব্যতিক্রম থাকতে পারে। তবে আমরা তাদেরকে সমর্থন করি না। আপনারা নিশ্চয় অবগত আছেন- ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মের মানুষ গুলো শান্তিতে বিশ্বাসী। আমরাও চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে।
শুধুমাত্র সময়ের ব্যাপার, ইনশাল্লাহ আমরা আশাকরি ব্লগাদের নামে ছড়ানো গুজব গুলো থেকে ব্লগারদের মুক্ত করতে পারবো। আপনাদের যে বা যারা ভুল বুঝিয়েছে, তারা টিকবে না বেশি দিন। কারণ সত্য কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ভাল থাকুন আমাদের দেশের শ্রদ্ধেয় ও প্রিয় হুজুরগন।
ছবি বাংলানিউজ২৪ডটকম।