একমাত্র টেলিভিশন ব্যবহারের পর থেকে মানুষের জীবনের এবং মানব সমাজের চরম দুর্ভোগ শুরু হয়েছে। মানুষের যে যে ক্ষতিগুলো হয়েছে......
১। অযথা সময়ের অপচয়হেতু সময় কম পড়ে যাওয়া,
২। অভাব বৃদ্ধি, কারন চাহিদা বা প্রয়োজন বৃদ্ধি পেয়েছে,
৩। পারিবারিক বন্ধন নষ্ট হয়েছে এবং একাকী থাকার প্রবনতা বৃদ্ধি পেয়েছে,
৪। শারিরিক প্রতিবন্ধকতা ও নানাবিধ অসুস্থতা বৃদ্ধি,
৫। অপ্রয়োজনীয় জ্ঞান বৃদ্ধির জন্য অসুস্থ মানষিকতা,
৬। চতুরতা ও অপরাধপ্রবনতা বৃদ্ধি হেতু পরস্পরের প্রতি সন্দেহ বৃদ্ধি এবং সম্মান কমে যাওয়া,
৭। নানাধরনের মানুষ দেখার ফলে আত্নবিশ্বাসের অভাব বা অতিমাত্রিক আত্নবিশ্বাস,
৮। চোখের জিনা ও মনের জিনার কারনে মানষিক অতৃপ্তির ব্যপকতা,
৯। সরকার বা ক্ষমতাবানদের নিয়ন্ত্রিত হবার কারনে ভূল তথ্য বা ভূল পথে পরিচালিত হওয়া,
১০। শিশুদের মারাত্নক ভয়াবহ পরিনতি যাহা অপূরনীয়,
ইত্যাদি নানাবিধ ভয়াল আগ্রাসন থেকে বাঁচতে আসুন আমরা নিজেদের রক্ষা করি, টেলিভিশন দেখা বন্ধ করি। আমরা টিভি থেকে কি শিখছি? কি জানছি? যা শিখছি তা কি আমাদের আদৌ প্রয়োজন আছে? আল্লাহতায়ালা মদের অনেক প্রকার উপকার থাকার পরেও মদকে হারাম করেছেন, টেলিভিশনের কিছু কিছু ব্যবহার হয়তো উপকারজনক কিন্তু সবকিছু মিলিয়ে এটার উপকারের চেয়ে ক্ষতির মাত্রা অনেক অনেকগুন বেশি।
প্রয়োজনে কিছুদিনের জন্য পরীক্ষামূলকভাবে টিভিকে বাসা থেকে সরিয়ে দিয়ে দেখুন। আপনার জীবন কত সুন্দর হবে, আপনার আচরনে কত পরিবর্তন আসবে, আপনার সময় কত বেচে যাবে।
আপনার সন্তানরা হবে সুস্থ, স্বাভাবিক, উন্নত এবং তারা রেজাল্ট ভাল করবে, আপনাদের সম্মান যেমন করবে তেমনি তারাই পারবে একটি উন্নত জাতী উপহার দিতে।
আপনার স্ত্রী বা স্বামী হবে আপনার আরও ঘনিষ্ট এবং মননশীল। তখন আপনাদের চোখ টিভিতে না থেকে থাকবে এক অন্যের দিকে।
তারা নিজেদের একটু বিরতী দিতে পারবে এটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
নিজ নিজ কাজের প্রতি আরও বাড়বে দরদ।
মন হবে সুন্দর এবং পরশ্রী অদর্শন হেতু তারা অনেক মানষিক জটিলতা থেকে বেঁচে যাবে। মানষিক তৃপ্তি এবং অনাবিল আনন্দ যাহা জীবনকে করবে আরও সুন্দর।
যেমন সকল নেশার জন্ম যেমন হয় সিগারেট খাওয়া শুরু করা থেকে, ঠিক তদ্রুপ সকল পর্ন এবং ব্যভিচারের জন্ম হয় টিভি দেখা থেকেই, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। তাই নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে এর ভয়ানক থাবা থেকে রক্ষা করুন।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০