যারা রুনা লায়লা'র গানের ভক্ত তারা নিচের লিংক থেকে রুনা লায়লা'র গান (mp3) শুনতে বা ডাউনলোড করতে পারবেন। গজল, হিন্দী,উর্দুসহ বাংলা ভাষার প্রায় ৭০০টির মতো গানের সংগ্রহ থেকে পেয়ে যেতে পারেন আপনার মনের মতো গান !
• বাংলা গান (১ম পর্ব)
• বাংলা গান (২য় পর্ব)
• দেশের গান
• নজরুল গীতি
• হিন্দী/উর্দু গান
• গজল
• মেহেদী হাসানের সাথে
• সাবিনা ইয়াসমীনের সাথে
এক নজরে রুনা লায়লা
জন্ম : ১৭ নভেম্বর, ১৯৫২, সিলেট
রাশি : বৃশ্চিক
পিতা : সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী (প্রয়াত)
মা : আমিনা লায়লা
স্বামী : আলমগীর (চিত্রনায়ক)
ভাইবোন : দীনা লায়লা (প্রয়াত), সৈয়দ আলী মুরাদ
আত্মপ্রকাশ : ১৯৬৪ সাল
মঞ্চে প্রথম : ৬ বছর বয়সে
পুরস্কার : জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪বার), স্বাধীনতা পদক (১৯৭৭), বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, নিগার অ্যাওয়ার্ড (পাকিস্তান)সহ আরো অনেক পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: দি রেইন (১৯৭৬) , যাদুর বাঁশী (১৯৭৭) , অ্যাকসিডেন্ট (১৯৮৯), অন্তরে অন্তরে (১৯৯৪)
প্রিয় শিল্পী : আব্দুল আলীম, লতা মুঙ্গেশকর, নূরজাহান, আশা ভোঁসলে, মেহেদি হাসান, গুলাম আলী
প্রিয় গান :
০১. গানেরই খাতায় স্বরলিপি লিখে
০২. যখন থামবে কোলাহল
০৩. আমি নদীর মতো কতো পথ ঘুরে
০৪. কার তরে নিশি জাগো রাই
০৫. আমার মন বলে তুমি আসবে
স্মরণীয় :
* নব্বইয়ের দশকে মুম্বাইতে পাকিস্তানের নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে ৩০টি গানে কন্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তি
* ১৯৮৩ সালে রিলিজ হওয়া অ্যালবাম "সুপার রুনা" প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়, ফলে এইচএমভি কর্তৃক উপহার পান গোল্ড ডিস্ক
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৪