_______________________
ইচ্ছের’ই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কী যায় আসে
জলে কি হারাবে?
বরষা উড়ু উড়ু মন
তুমি কি হাত বাড়াবে?
উতলা এই মন কী ভাবে সারাক্ষণ
তুমি কি মনটা বুঝ?
বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে
এমন’ই মন কি খোঁজ?
মেঘে মেঘে চেয়ে উতলা মনটা
আমিও আছি যেন সে মেঘের’ই আশেপাশে।।
শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে
এসে কি যাবে চলে?
কিসের’ই কারণে উড়ে যায় সুধাবো
কখনও দেখা হলে
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
আমিও আছি যেন সে মেঘের’ই আশেপাশে।।
____________________________
টাইটেল: ইচ্ছের'ই বাতাসে
এ্যালবাম: ফড়িং
তথ্য ও ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১