কেউ আপনার মুঠোফোন নম্বর, তারযোগ ঠিকানা, ফেসবুক ঠিকানা চাইলে আপনি কী করেন?
রূচিশীল রং-নকশার নান্দনিকতায় মুদ্রিত কাগজে আপনার পরিচয়ের ষোল আনা তুলে দিয়ে নিজের ব্যক্তিত্যের প্রকাশে আপনার এগিয়ে থাকাকে প্রমাণ করতে সচেষ্ঠ হোন।
কোথায়,কত সময়,কেমন মূল্যা পেতে পারেন এই ঠিকুজিপত্র??
অনেকে এই ভেবে সংকোচ করে থাকেন যে-কোন প্রতিষ্ঠানের পদবী ছাড়া কীভাবে ঠিকুজিপত্র হতে পারে। আমি মনে করি আপনার মুঠোফোন নম্বর, তারযোগ ঠিকানা,ফেসবুক ঠিকানা কাঊকে দিতে হলে একটি ঠিকুজিপত্র দেওয়ার চেয়ে অধিকন্তু স্বাচ্ছন্দবোধ করার উপায় আর একটিও নেই। এটি স্থায়িত্বশীল,এর রং,নকশা,বিশেষ চিত্রছাপ,ভালো লাগা কোন কথা- প্রভৃতির আবেদনে আপনার পছন্দ,ব্যক্তিত্ব অনেকাংশেই অন্যকে জানানো হয়ে যায় যা অনেক সময় পাশাপাশি থেকেও হয়ে উঠে না।
আপনি বেকার হলে মনে রাখবেন কারোও মুঠোফোনে আপনার পরিচয়টির স্থায়িত্ব নিশ্চিৎ করার চেয়ে তার কার্যালয় বা বাসায় আপনার নাম,যোগাযোগ ঠিকানা,শিক্ষাযোগ্যতা সযতনে রাখানো অনেক সোজা।আপনি চাকুরিজীবি হলে আপনার কার্যালয় তার ব্যবসা স্বার্থে আপনাকে এই ঠিকুজিপত্র করে দেবে। আর ব্যবসায়ি,রাজনীতিবিদ বা কোন সাংগঠনিক ব্যক্তিত্ব হলেতো পণ্য,সেবা,ঠিকানা,কার্যক্রম তুলে ধরে একই ব্যক্তিকে বহুবার দিতে হবে আপনার ঠিকুজিপত্র যেন বারবার দেখে দেখে আস্থার একটি জায়গা তৈরি হয়ে যায় আপনার ব্যবসা-কার্যক্রম এর প্রতি।
আপনার রূচিবোধের প্রকাশক এই ঠিকুজিপত্র করে নিতে আহামরি কোন খরচ আপনাকে করতে হবে না। মাত্র ৪০০ টাকার পেতে পারেন ৪ রঙের ১০০০ ঠিকুজিপত্র। অধিক স্থায়িত্ব প্রয়োজনে অতিরিক্ত কিছু মূল্য প্রদানে পলিমার প্রলেপন যোগে য়াপনার ঠিকুজিপত্রটিকে করতে পারেন আরোও আকর্ষণিয়। আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন,চাহিদা ভিত্তিতে ১০০০ ঠিকুজিপত্রের মূল্য ৪০০ থেকে ৬০০০ টাকা বা এর চেয়ে বেশিও হতে পারে।
সাধারণ ১০০০ ঠিকুজিপত্র আপনার হাতে পেতে সময় লাগবে ফরমায়েশ প্রদান এর পর ২ দিন।ব্যংক হিসাব,বিকাশ হিসাব-এ টাকা পাঠিয়ে আপনি সেবা পেতে পারেন।খরচ প্রদান সাপেক্ষে দেশের যে কোন প্রান্তে বসে পেয়ে যেতে পারেন ঝকঝকে,নিখুঁত মুদ্রণের এই ঠিকুজিপত্র।
আরোও জানতে কথ বলুন আমাদের সাথে-
০১৯৭৪৬৬২২৫৩
[email protected]
[email protected]
ফেসবুক
কক্ষ # ২৪৫, তল # ২, মাল্টিপ্লান সেন্টার (বিজ্ঞান গবেষণাগার এর দক্ষিণে- মূল সড়কের বিপরীত পার্শ্বে), নয়া হাতি পথ, ঢাকা।