গুণ-মান-ধনে কপর্দকহীন আমি,
আছে শুধু বংশ পরিচয়,আর-
বংশানুক্রমে নেতৃত্ন সুবাদে-পাওয়া
প্রতিশ্রুতি-ভালোবাসার দান,
জৌলুস,অট্টালিকা,জাত-বেজাত শিল্পসম্ভার।।
নেতার উত্তরসুরী- নেতাতো হতেই হবে-
না হলে এ দেশের অধমজনে যোগ্য আর কে আছে;
একটি দায়িত্ববোধ জন্মে গেছে ঈশ্বর-লীলায়।।
নিজকে গড়ে দেশ গড়ব,
নিজকে চিনে আমি চিনব ঈশ্বর,
না হলে মানুষের আশা ভরসার জায়গাটি-ই বা হবে কোথায়?
প্রয়োজন- শুধুই পাঁচটি বছর।।
জল-মাটি তলে সব কিছু সঁপে-
ভগবান তরে দেশ-কাল বলী-
প্রজাস্বার্থে জলাঞ্জলী; শুধু পাঁচটি বছরের জন্য।।
পাঁচটি বছর;কতই না ছোট;ধন-মান-যশ-
অর্জন যত বেশি,ভাগ্য ততো সুপ্রসন্ন-
এই হতভাগা জনতার;
রেখে যাব যোগ্য উত্তরসুরী-
এই অর্জনকে পূঁজি করে এগুবে সে আরোও সন্তর্পণে
জনগণের সেবক,স্বদেশের কাণ্ডারী-
গণমানুষের আশা-ভরসার একটি জায়গা-তো থাকা চাই।।
সবই-তো দিলাম-
দেশ-স্বার্থ,জনন্বার্থ;
শুধু নিজেকে করেছি আড়াল-
না হলে জনগণ আশা ভরসার জায়গাটি পাবে কোথায়?
আমাকে স্বপ্ন দেখিয়েছ বারবার
আমি তোমারটা দেখব;তুমি নাক গলাবে না আমারটায়;অথচ-
তুমি দর হাঁকছ আমার শত্রুর সাথেও!
কে তোমায় অধিক খাজনা দেবে-
এভাবে কি নিশ্চিহ্ন করে দেবে এ দেশকে???
তোমার সাথে ঝগড়া নয়,দাবি-ও নয়-
এ মোর করূণ আরতি
দাও তব আশিষ- হে ভগবান
শুধু-ই পাঁচটি বছর।।
বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দাম- জীবন দিয়ে রাখব মোরা স্বাধীনতার মান।।
ভোর ০৫ টা; ২৪ সেপ্টেম্বর, ২০১২ খ্রীষ্টাব্দ। ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
@ ফেসবুক