মহাকাশ আনমনে হঠাৎ পেছনে তাকায়।
সংসার বিতাড়িত ক্লান্ত বলাকাটি কাঁদছে,
দু’গজ পরিমাণ পৃথিবী, আশ্রয় শূন্য মরুভূমি,
কুচকে গিয়েছে জানালার গ্রিল, নিরুদ্ধ দুয়ার,
দুয়ারের ওপারে সাঁজোয়া শৈশব।
বলাকাটি ঝাঁপ দেয় আঁধারে।
মহাকাশ তাকে পিছু টেনে বলে, “ যেওনা-
পৃথিবীর সফেদ বলাকা প্রয়োজন।”