তুমি অমন তাকিওনা
আঘাত প্রাপ্ত হই।
বিলুপ্ত হয় বুকের নিবন্ধিত সুখ।
উঁচু উঁচু প্রাসাদ ভেঙে যায়, চিলেকোঠা ডুবে যায়
আলোর সাইকেল চড়ি, আশ্রিত হই মেঘের মন্দিরে, কখনো পর্বতে,
পাহাড়ি শিশির ছেড়ে, উতলা হয়েছি পারস্যে পালাতে
তবুও পাকড়াও হই।
অভিযোগ দিয়েছি, নিয়ে যাক অরণ্য তোমায়,
গাঢ় নীল শালুক ডাটায় তাই দিয়েছো বেধে হাত, আঁচলে চেপেছো ঠোঁট।
আমি দণ্ডিত হই।
তুমি অমন তাকিওনা
বাস্তব ভেঙে রূপক হয়ে যাই
বুকের জেব্রা ক্রসিং বিস্তৃত হয় আদিগন্ত।
নড়বড়ে পায়ে পৃথিবী দাড়িয়ে,
অমন তাকালেই ঘটে
কক্ষপথ চ্যুত দুর্ঘটনা।