“আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই॥ ”
—প্রমথ চৌধুরী।
প্রমথ চৌধুরী এই কথা অনেক আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখনকার যুগের আমাদের তথাকথিত সুশীলরা এই সামান্য কথার মর্মার্থ বুঝার ক্ষমতাটুকুও বোধ হয় হারিয়ে ফেলেছেন।
আজকে স্যার জাফর ইকবালের প্রশ্নপত্র ফাস নিয়ে একটা লেখা পড়লাম। যাক তিনি অত্যন্ত বিনয়ের সাথে শিক্ষামন্ত্রীকে এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানিয়েছেন। এবং তার ধারনা শিক্ষা মন্ত্রী এই ব্যাপারে এখনও বোধ হয় জানেনা।
Moja losss? পেইজে এই ব্যাপারে খুব ভালো একটা অ্যানালাইসিস দিয়েছে।
► Possible reasons for শিক্ষামন্ত্রী's ignorance ◄
- Either শিক্ষামন্ত্রী does not have a computer.
- শিক্ষামন্ত্রী might have a computer but uses it only to watch Dilwale Dulhania Le Jayenge মার্কা Bollywood classics.
- শিক্ষামন্ত্রী might have a computer and may not watch DDLJ but probably does not have access to the internet or Facebook.
- শিক্ষামন্ত্রী might have access to internet and Facebook but all that he does is 'Add me. Add me. I am শিক্ষামন্ত্রী'.
- or শিক্ষামন্ত্রী is not enough শিক্ষিত at all!
এই মন্ত্রীরে ভালো বলি আমরা সবাই মন্ত্রীসভার মধ্যে। ভাইরে ভাই এর আমলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাতো পুরা শেষ।
একটা ক্লাস ফাইভে পড়ুয়া বাচ্চাকে শিখানো হচ্ছে তার পরীক্ষার জন্য তার পড়াশুনা করার দরকার নাই। পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়া যায় এবং সেই প্রশ্নই হুবহু পরীক্ষাতে আসে। তাহলে লেখাপড়া করার কি দরকার???? অভিভাবকরাও এই ব্যাপারে চুপ!!!!!
আরে ব্যাটা তোর বাচ্চা যে এ+ পাইলো, এই এ+ পাইয়াতো একসময় রিকসা চালাইতে হইবে। রাস্তায় নামলে এখন এক এ+ এর লগে আরেক এ+ ধাক্কা খাইতাছে।
এত গোল্ডেন এ+ পাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর উঠাইতে পারেনা।
আমিও খুব ভালো ছাত্র ছিলাম না। এ+ ও পাইনাই। লেখাপড়াও খুব কম করছি। তবে সেই জন্য পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়েও পরীক্ষা দেইনাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বের হচ্ছি।
আইনস্টাইন বলে গেছেন, "দুইটা জিনিস হচ্ছে অসীম এক. আমাদের বিশ্বব্রহ্মাণ্ড, দুই. হিউম্যান স্টুপিডিটি।"
কি জানি বাপু আইনস্টাইন বেচে নাই বেঁচে থাকলে হয়ত বলতেন, Bengali Stupidity.
দিন দিন কোথায় যাচ্ছি আমরা??? পাগলেও নিজের ভালো বুঝে শুনছি। আমরা বুঝবো কবে? আমাদের ঘুম ভাঙবে কবে???
তবে একটা কথা সত্য। এই গনিমতের মালের মত এ+ এর ঋণ এই জাতিকে একদিন পরিশোধ করিতে হইবে।
লিখে দিলাম।
নিজে একজন মাস্টারতো তাই লিখতে বাধ্য হইলাম। কারন নিজেই এই প্রশ্নপত্র কিভাবে ফাস হয় তা প্রত্যক্ষ করিয়াছি।
আইনস্টাইনের আরেকটা উক্তি দিয়ে শেষ করছি...।
"The world is a dangerous place to live; not because of the people who are evil, but because of the people who don't do anything about it." - Albert Einstein
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ রাত ১০:৪১