প্রথমত, জীবন কি তা বুঝতে বুঝতেই জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। :/
দ্বিতীয়ত, মানবজীবন অত্যন্ত ছোট। এতই ছোট যে বেশীরভাগ মানুষই এক জীবনে তার বেশীরভাগ ইচ্ছা অপূর্ণ রেখেই অন্য জগতে চলে যায়। তাই আসলেই বলতে ইচ্ছে করে “জীবন এত ছোট ক্যানে”? আর আমাদের বাংলাদেশীদের জীবন আরও ছোট। চারিদিকের ভেজালের সমাহারে অতি অল্প বয়সেই কব্বর আমাদের হাতছানি দিয়ে ডাকে। (60/70 বছরের একটা হিসেব আরকি)
তৃতীয়ত, এই ছোট্ট জীবন আসলেই অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের উচিত এই ছোট সময়কে অর্থপূর্ণ করে তোলা নিজের মত করে। তবে লাইফ খুব বেশী সিরিয়াসলি নিলে আবার বিপদ। যেভাবে চলছে সেভাবেই চলতে দেয়া উচিত। পরিবর্তনের চেষ্টা করা যায়, যদি হয় তো ভালো। না হলে কিছুই করার নাই। একটা মানবজীবন হায় হায় করে কাটিয়ে দেয়া যায়। কিন্তু হায় হায় করে কাটিয়ে দিলে কি অবস্থার কোন পরিবর্তন হবে?? হবেনা। Be thankful for what you have. You never know how many people is struggling to have a life like you.
চতুর্থত, লাইফটাকে এভারেজে হিসেব করা যেতে পারে। এই যেমন আমি এইটা পেলাম কিন্তু ওইটা হারালাম। পৃথিবীতে এই শ্রেনীর মানুষরা সুখী হয়ে থাকে। কিন্তু জীবনে একটা আশা পুরন হয়নাই বলে জীবন থেমে থাকতে পারেনা। জীবন চলে যায় জীবনের নিয়মে।
সর্বশেষ কথা হইল হুমায়ূন স্যারের মতে, “ জীবন কঠিনও না সহজও না, আমরাই একে কঠিন, সহজ বানিয়ে ফেলি” Forrest Gump মুভির একটা খুব প্রিয় ডায়লগের কথা মনে পড়ে “Life is like a box of chocolates, you never know what you’re gonna get.”
অতি সত্য কথা কার জীবনে যে কি ঘটতে যাচ্ছে আসলে আমরা কেউই জানিনা। আপনি নিজেকেই প্রশ্ন করে দেখতে পারেন, আপনি এখন যে অবস্থানে আছেন, সেটা হয়তবা কখনও চিন্তাই করেননি। একেই বলে ভাগ্য।