দ্বিখন্ডিত পৃথিবীর এক ভাগে করব ফসলের চাষ
অন্যপাশে ঊর্বরতার জন্য মাটির পরিচর্যা।
তোমাকে সাথে নেব, তোমাকে সাথে নেব, হ্যা হ্যা তোমাকেও সাথে নেব।
এক তুমি অমান্য করবে আমাকে বর্ণ অবমাননায়
আরেক তুমি আহত করবে ধ্বণিত উচ্চারণে
অন্য তুমি ভুলে মেতে উঠবে আদিম পরিচয়ে।
তাই আগ্রাসী ঢেউকে পেছনে ফেলে পাড় হয়েছি মহাসাগর
তুফানকে ভয় নেই, মৃত্যুকে তো নয়ই, ভয়গুলো আবর্তিত চারপাশে।
মানুষ তুমি! বন্ধ কর হত্যা, খুনির অট্টোহাসি বন্ধ কর
নইলে প্রতীক্ষা কর কোন ঘুর্ণিত উপস্থিতির
উন্মুক্ত তরবারী আজ মনুষ্য মু্ন্ডু নয় শয়তানের গর্দান স্পর্শ করবে ঠিকই।
শিশু হত্যা, নারী ধর্ষন, পুরুষের মুন্ডুপাত বন্ধ করে দূর হ শয়তান
চোখ তুলে দ্যাখ! সম্মুখে দাড়িয়ে কে, পরিচিত সে-ই জন্ম জন্মান্তরের কেউ এখানে।
কেমন দেখায় কখনও জননী, কখনও কন্যা, কখনও জীবন সঙ্গী প্রিয়তমাকে?
আজ এ চোখ প্রেমহীণ ধু ধু মরুভূমির উত্তাপ্ত দাবদাহে
দ্বিখন্ডিত পৃথিবী এক হবে বিজিতের ন্যায় সেই বিদ্রোহী প্রত্যয়ে।
তানিয়া
ফরিদপুর।