আমিও একদিন বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে দেবো তোমাকে। গাল ফুলিয়ে অভিমানী হয়ে থাকবে তুমি।
আমি আর ফিরে দেখবো না ওই মুখ,
যে মুখের দিকে তাকিয়ে থেকে ঝাপসা হতো
আমার রাত বিরাতের সুখ।
আমিও একদিন তোমার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বাঁধা হবো।
সেদিন তোমার মন খারাপের ভূত
মাথাচাড়া দিয়ে উঠবে।
ভাত খেতে গেলে আটকে যাবে বুকের মাঝে -
কিসের যেন ব্যথা, বুঝে যাবে তুমি!
এ ব্যথা আমাকেও দিয়েছিলো কেউ।
আমিও একদিন তোমার মন খারাপের কারণ হবো।
ঘৃণায় ঘৃণায় ভরিয়ে দেয়া সময়গুলো ফিরিয়ে দেবো।
ছিন্ন হওয়া স্বপ্নগুলো ছড়িয়ে দেবো।
হোঁচট খেয়ে কাঁদবে তুমি -
অন্য কারো হাতের ছোঁয়ায় শুকিয়ে যাবে মুখ।
তবুও আমার স্মৃতি গুলো ভাসাবে তোমার বুক।
আমিও একদিন তোমার মতো সামাজিক হবো।
চাইলেই তুমি আমায় খুঁজে পাবে নাকো।
না ফেরার ওই দেশে এবার দিচ্ছি পাড়ি।
তোমার সাথে হলো আমার প্রথম আড়ি।
টুপ হারিয়ে গেলেই বুঝবে
আমি তোমার কে ছিলাম, কোথায় ছিলাম।
খুব করে কাঁদলেই আর ফিরে আসবো না।
এভাবে ভালোও বাসবো না।
তবু শুকতারাটা শুধু তোমার জন্যই থাকবে।