স্বাধীন হয়েছে এই দেশটা আমরা সবাই জানি
তারপরও আমরা কেমন জানি পরাধীন হয়ে আছি,
স্বাধীন দেশে করবে মানুষ স্বাধীন বসবাস
পরাধীন হয়ে বেচে আছি এই দেশেতে আজ,
স্বাধীন দেশে করবে মানুষ স্বাধীন চলাফেরা
বন্দী পাখির মত করি আমরা চলা ফেরা,
স্বাধীন দেশে প্রকাশ করবে স্বাধীন মনভাব
সবাই যেন প্রকাশ করে মিথ্যার পরিহাস ,
স্বাধীন দেশে মিলে মিশে সবাই করবে কাজ
স্বার্থ ছাড়া এই দেশেতে কেউ করে না কাজ,
স্বাধীন দেশে সবাই যেন একে অন্যের ভাই
জম্ম থেকে শত্রু ভাবে এই দেশের সবাই ,
স্বাধীন দেশে পাবে মানুষ জীবনের নিরাপত্তা
এই দেশের মানুষ পায় মরণের প্রতিক্ষা,
সত্যি-ই কি আমরা স্বাধীন মানুষ
ভাবতেই আবাক লাগে.........?
এমন স্বাধীন হয়েছি আমরা বলতে লজ্জা লাগে
এই দেশের মাটির গন্ধে পাই, রক্ত আর ঘাম
স্বাধীন করতে হারাতে হয়েছে ৩০ লক্ষ প্রান,
এমন দেশের মানুষ আমরা, গর্বে যায় বুক ভরে
থাকবো সবাই এই দেশেতে একে অন্যের পাশে,
দিতে চাইলে আমরা সবাই স্বাধীনতার মূল্য
থাকতে হবে সবসময় সৎ আর ন্যায়ের সঙ্গ..............
শেষ কথাঃ ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয় ৩০ লক্ষ প্রানের
বিনিময়ে । এই স্বাধীন দেশে দূনীতি,হত্যা, খুন, মারামারি, রাহাজানি
ইত্যাদি এখন যেন নিত্য দিনের পেশা । এটাই কি মুল স্বাধীনতা ?
এই স্বাধীনতাই কি আমরা চেয়েছি ?
স্বাধীনতা নামের অক্ষরটি আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু
প্রকৃত স্বাধীনতা আজও অর্জন করতে পারি নাই ।
আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ১৯৭১ সালের
মত প্রান দিতে হবে না, রক্ত দিতে হবে না । শুধু আমরা সৎ আর ন্যায়ের
সঙ্গে থাকলে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবো ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯