পৃথিবীর নরপশুদের হাত থেকে কেউ বাঁচতে পারবে না । সবাই যেন রাক্ষুসের মত এক জন আর এক জনের দিকে তাকিয়ে আছে ।
মনে হচ্ছে , এই যেন এসে গিলে ফেললো ! আসলে , এইটা কি আমাদের ধারনা নাকি আত্মার ব্যাক্ত ? পৃথিবী সৃষ্টিলগ্ন থেকেই মানুষ মানুষের প্রতি যে রূপ প্রদর্শন করেছে এটা আসলে আমরা সৃষ্টিকর্তা থেকে অগ্রিম বার্তা পেয়েছিলাম তাই বলে আমরা এটাকে মেনে নেব ?
আমরা মানুষ গুলো কেমন জানি অস্বাভাবিক ? কেউ তুষ্টি নিয়ে বেঁচে থাকুক টা আমরা আসলেই চাই না । যতটা পারি নিজের হিংস্রতা ব্যাক্ত করি । কেন ? সৃষ্টি কর্তা যেমন সব কিছুর অগ্রিম বার্তা দিয়ে গেছেন তেমনি সব কিছুর সমাধানও দিয়েছেন ।
কিন্তু আমরা তার কিছুই মানছি না । সব মনে হয় আমাদের ছেলে খেলা । রঙ তামাশা করেই জীবন পার করে দিবো । আসলে-তা নয় আমরা কিঞ্চিত ভুল ধারনা নিয়ে আছি । মহান আল্লাহ নিজ হাতে এই অপূর্ব দুনিয়া তৈরি করেছেন কিন্তু আমরা কিছু নোংরা মানুষ এটা কে নিজের মত করে বানিয়ে নিয়েছি । শুধু নিজের স্বার্থ রক্ষা করার জন্য । পৃথিবী কোন স্বার্থ রক্ষা করার জায়গা না । এটা আমাদের জন্য এক
মাত্র সুযোগ যেখানে আমরা একবার মাত্র নিজের ভালো-মন্দ বিচার করার সুযোগ পাব । তারপরে আর কোন সুযোগ থাকবে না । অন্তিম কাল পার হয়ে যাবে কিন্তু আমাদের ভুল গুলো সংশধন করার আর কোন সুযোগ থাকবে না । তখন আমরা কি করব ? কিছুই করার থাকবে না । শুধু চোখের পানি পড়বে আর আপসোস করতে থাকব যদি আর এক বার পৃথিবীতে আসার সুযোগ পেতাম ।
যদি স্রস্টা পৃথিবীতে আমাদের কে আবার আসার সুযোগ দেয় তাহলে আমরা কি করব ? আমি নিশ্চিত, আমরা আবার একই ভুল করব ।
কেন না , আমরা মানব জাতি যে জাতি ভেতর একবার হিংস্রতা প্রাকাশ পায় সেই জাতি চাইলেও আর পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে না । তবে কি আমরা সমাধান পাব না , হ্যা আমার যদি আবার শিশু হয়ে ফিরে আসি তাহলে হয়ত কিছুটা পরিবর্তন আসতে পারে আমাদের মাঝে । হয়ত , পুরাতন ভুলগুলো আবার করতে চাইব না ।
তবে সৃষ্টিকর্তা সেই সুযোগ মানব জাতিকে দিচ্ছে না । ধবংস হয়ে যাবে অর্জিত জীবনের প্রিয় জিনিস গুলো । প্রিয় মানুষটি হয়ে যাবে চির অপরিচিত । বাঁচার জন্য কাউকে পাওয়া যাবে না । হায়-রে দুনিয়া ! তবে কেন এত হিংস্রতা ? পালিয়ে বাঁচতে চাই পৃথিবী থেকে কিন্তু কোথায় যাব ? মরে যাব ? মৃত্যুর পর আরো ভয়ংকর হিংস্রতা । তাহলে আমরা কি করবো ? কোথায় গেলে এক টুকরো শান্তির স্নায়ু পাব ? জানি না ! জানি না !! আমি কিচ্ছু জানি না !!!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪