আমার সমালোচনাতে কেউ রাগ হবেন না। বাংলাদেশ ক্রিকেট দলের মোটামুটি একজন কড়া সমর্থক বলেই এত পেচাল পাড়তেছি।
গতকালের খেলাতে মাঠে ছিলাম। যারা টিভিতে খেলা দেখেন তারা বল্টা কেমন হয়েছিল ভাল বোঝেন। আর মাঠের লোক আরেকটা জিনিস আরেকটু বেশি বুঝে (যেহেতু দেখতে পায়) খেলোয়াড়ের কমিটমেন্ট সহ আরো কিছু জিনিস।
যাই হোক আনন্দ করতে করতে বাসায় এসেছি। অভিনন্দন বাংলাদেশ দলকে। তাও কিছু জিনিস বলতে চাই।
তামিম ভাল সূচনা করলে বাংলাদেশ এর রান একটা ভাল জায়গাতে যায়, পরের ব্যাটসম্যানরা নির্ভার হয়ে খেলতে পারে।তামিম বিশ্বমানের খেলোয়াড় কোন সন্দেহ নাই। তারপরও সব বল মনে হয় না মারাই ভাল। কাল এরকম একটি ভুল শটে সে বোল্ড, তার আগেরদিনও সে বোল্ড। অন্য দলের খেলোয়াড় রীতিমত প্ল্যান করে যদি তাকে বল করে, তাহলে বার বার কেন সেই ফাঁদে পা দিতে হবে। ক্রস ব্যাট এ খেলা তখন কি খুব দরকার ছিল?
সাকিবকে সবাই খুব মিস করছি। সাকিব যখন টেস্ট এ বল করছিল, তখন তার বলা উচিত ছিল ক্যাপ্টেনকে যে তার অসুবিধা হচ্ছিল। এত বড় বড় জায়গাতে খেলে তার এই বোধ তো হওয়া উচিত। আর ম্যানেজমেন্ট কি করল। যখন বুঝাই যাচ্ছিল টেস্টে বাংলাদেশ ভাল করতে পারবেনা, তখন তো সাকিবকে দিয়ে এত ওভার না করালেও হত। একটা টেস্ট এর থেকে কি ৫টি ওয়ানডে আর ১টি টি-২০ বেশি গুরুত্বপূর্ণ নয়? সাকিব এর র্যাংেকিং ধরে রাখা কস্ট হবে। কারণ পরবর্তী খেলা অনেক পরে। এসব ভাবা উচিত।
মুশফিক ভাল খেলতে খেলতে হঠাত মাথা খারাপ শট খেলে। আর আউট। আরেকটু সিরিয়াস হতে হবে।
শর্ট বল দিয়ে এত ভয় দেয়া ব্যাটসম্যানদের। এখন কিন্ত বোলিং মেশিনে শর্ট বল প্র্যাকটিস করা যায়। এখানে অবশ্যই আরো মনোযোগ দিতে হবে। পরপর দুদিন বিজয় এর আউট তারই প্রমাণ।
নাসির বার বার যখন বলছিল সোহাগকে খেলাটা শেষ করে বের হবার জন্য, তখন সোহাগের এধরণের ব্যাটিং আসলে খুবই হতাশাজনক। কারণ রোচ যেকোন মুহুর্তে জ্বলে উঠতে পারেন, এটা তাদের অজানা নয়। বাংলাদেশ হেরেও যেতে পারত, আর তাহলে সেটা কিরকম হতাশার হত তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
একটা প্রফেশনার টিম সবসময় আগে জেতা নিশ্চিত করে। এমনি কোন ব্যাটসম্যান হয়ত ৯০ এর ঘরে, তারপরও যদি অপর প্রান্তের ব্যাটসম্যান ভাল বল পায়, তাহলে রান নিয়ে জয় নিশ্চিত করে। বাংলাদেশ এর এগুলো শিখতে হবে। ইলিয়াস যেভাবে বসে ছিল, এটা যদি শেষ বল হত, তাহলে?
ভবিষ্যত এ মাশরাফি, নাইম, রুবেল এদেরকে দলে নেবার ব্যাপারে একটু ভাবতে হবে। রাজ্জাক আগে ভাল ব্যাটিং করত, মানে অন্তত ১৫-২০ রান করতে পারত। এখন একদমই পারেনা, তাকে একটু ব্যাটিং প্রাকটিস করানো উচিত।