এই ঢাকা শহরকে এখন বড় বেশি অসহ্য লাগে। এত জ্যাম, এত মানুষ। কেউ কোন নিয়ম মানেনা। সবসময় ভয় লাগে। মানুষের ভয়। খুব বেশি ইচ্ছা করে- যদি সম্ভব হত, তাহলে ঢাকার বাইরে চাকরি নিয়ে চলে যেতাম। কিন্তু তাও যাবে না।
আমাদের ঢাকা এখন সবচেয়ে বসবাসের অযোগ্য। আর কোনদিন যোগ্য হবে বলে মনেও হয় না।
এখন মনে হয় ঢাকার লোকসংখ্যা ৫ কোটি, তাও যা হচ্ছে সব ঢাকাতেই। একটা দেশের সবগুলো বেসরকারী বিশ্ববিদ্যালয় ঢাকাতে, সব নামকরা কোম্পানীর ( দুই একটি ছাড়া) হেড অফিস ঢাকাতে,সব ঢাকাতে। কেন? বিশ্বের অন্যান্য দেশের রাজধানীকেই বরং মানুষ কম চেনে- যেমন আমেরিকার ওয়াশিংটন, ভারতের দিল্লী-এসবের চেয়ে অনেক বেশি পরিচিত নিউইয়র্ক, কলকাতা। আর আমাদের যা আছে সব ঢাকাতে। যে কিছু করতে পারেনা, সেও ঢাকা চলে আসে। কারণ অন্যান্য জায়গাতে কাজ কই?
আপনাদের কেমন লাগে? প্রতিদিন অফিস আর বাসায় ফেরার কথা মনে হলেই তো বিরক্ত লাগে-আর তো ভাল লাগে না এই ঢাকা।