ক্রিকেট খেলতে তেমন ভাল পারি না । তবে ক্রিকেটের ডাই হার্ট ফ্যান আমি ।হয়তো এ কারণে প্রতিদিন বিকেলে ছুটে যেতাম মাঠে । কদম গাছে ঘেরা ছিল আমাদের মাঠ । মাঠটি যেমন ছোট ছিল তেমনি ছিল খেলার জন্য ভয়ানক । ভয়ানক বলার কারণ আছে , সিক্স হলেয় শুরু হয় যুদ্ধ আর সব কিছু নিয়ে পালাতে হয় রেহাই পাওয়ার জন্য । মুহূর্তের মাঝে খালি হয়ে যায় মাঠ ।কেউ মাঠ ছাড়তে দেরি করলে তার কপালে দুঃখই ছিল । মাঠ ছেড়ে পালাতে কম বেশি পারদর্শী ছিলাম সবাই ।অফ সাইডে সিক্স হয়ে বল বাসায় যাওয়া মাত্রয় বের হয়ে আসতো এক ভদ্র মহিলা ।শুরু হত কর্কশ ব্যাবহার , সামান্য বল যাওয়াতে সে নিমিষেয় ভদ্র মহিলা থেকে রুপ নিতেন ভয়ংকর ডাইনীতে (মাফ করবেন আনটি) । মাঝে মাঝে ধারালো অস্ত্র হাতেও দেখা যেত ক্ষিপ্ত হয়ে আমাদের খুঁজত । লেগ সাইডে থাকতো ডাক্তার , তার কর্তব্য রোগীর সেবা করা সত্ত্বেও ওনার ঝাড়ি খয়েও অনেকে রুগী হয়ে যেত ।ঝাড়ি দেওয়াতে কোন এ্যাওয়ার্ড থাকলে উনি নি:সন্দে তিনি প্রথম হতেন । স্টেট এর স্পেস বেশি হলেও এটি ছিল সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট । বল যাওয়া মাত্রয় এক সাথে কয়েক জন এসে হাজির । আর শুরু হত তাদের দানবীয় আচরণ । এমনকি খেলা বন্ধ করে দিতো মাঠ দখল করে থাকতো । অনির্দিষ্ট কালের জন্য খেলা বন্ধ হয়ে যেত । তাতে কি অ্যালার্ম পাওয়া মুহূর্তে মাঠ থকে উধাও হয়ে যাই । মাঠ খালি পেয়ে তাদের মেজাজ বিগড়ায় গেলেও আবার ঠাণ্ডা হয়ে যেত বরফের মত । এর পর শুরু হত বল উদ্ধার মিশন । কে যাবে বল আনতে , কার বেশি সাহস । কেউ যেতে না চাইলেও অনুরোধে ঢেঁকি গিলে কেউ না কেউ যেত । এই দিক থেকে পিচ্চি ভাই গুলো পারদর্শী । খেলায় সিক্স মারলে আউট ,এমন কি অনেক সময় দুই ম্যাচ ব্যাট করতে পারতোনা ।খেলায় সিক্স না থাকলেও ছিল দুই আর চার । অনেক সংগ্রাম করে খেলতে হলেও খেলা গুলো ভরে থাকতো আনন্দ উল্লাসে । আজও সেই মাঠ আছে । আজ আমরা খেলি না । সংগ্রাম করে খেলে যাচ্ছে ছোট ভাই গুলো । এ মাঠকে নিয়ে হাজারো সৃতি খেলা করে মনের গহীনে ।
ভালোবাসি মাঠ কে , ভালোবাসি ক্রিকেট । ভালো খেলুক বাংলাদেশ টিম ।
আমার জীবনের প্রথম পোস্ট ছিল ক্রিকেটকে ঘিরে Click This Link