রঙ হীন রঙ্গিন
আজ স্বপ্ন গুলোও কেমন যেন ফেকাসে
ডানা মেলে উড়তে গেলে
হোঁচট খেয়ে ছিটকে পড়ে
সাদা কবুতর গুলোও কেমন যেন আজ হয়েছে কালো
খাবার দিলেও খেতে চায় না
শব্দ করেও ডাক পারে না ।
আজ সভা গুলোও কোমন যেন ঘোলাটে
শোক সভা নয়
তবুও কালো পোশাকে সেজে কান্নার সুরে গান করে ।
আজ চেনা মানুষ গুলও কেমন যেন ধূসর
উজ্জ্বল আলোর মাঝেও চিনতে গেলে
হারিয়ে ফেলি অচেনাদের ভিরে
আজ আমার জীবন কেমন যেন বেরঙ্গা
সকল কে কাছে পেয়েও
পিছে ফিরে দেখি কেও নেই পাশে ।
আজ হারিয়ে ফেলেছি আমাকে
খুজে নিতে হবে রংধনুর রঙ্গে
সাজাতে হবে বর্ষায় জেগে ওঠা বুনো ঘাস গুলর ন্যায়
তাইতো আমি চোখ মুঝে আর স্বপ্ন দেখি না
অন্ধ কারে স্বপ্ন বুনি না
আলোর মাঝে হারিয়ে গিয়ে
নুতুন করে স্বপ্ন বুনি ............।।।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:২২