**প্রায় ১৪ বছর আগে প্রিয় এই ব্লগের সন্ধান পেয়েছিলাম। গ্রাম থেকে উঠে আসা এক কিশোর শহরে এসে ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। সেই সময়ের জিপি আর ঢাকা ফোনের ১২৮ কেপিবিএস এর লাইনে ব্রাউজ করে বেড়াতাম এই অতি লোভনীয় চমৎকার দুনিয়ায়। বিশ্বের নানা প্রান্তের নানা ভাষাভাষীর বিভিন্ন সাইট দেখতাম, ইয়াহুতে বিভিন্ন রুমে চ্যাটিং করতাম এবং নাম না জানা বিভিন্ন সাইটে ঘুরে বেড়াতাম। মনে করতে পারছি না ঠিক কিভাবে এই ব্লগের সন্ধান পেলাম। লেখাগুলো ভাল লাগল , দেখলাম ফ্রি রেজিঃ সুযোগ আসে, তাই রেজিষ্টার্ড ব্লগার হয়ে গেলাম
চমৎকার সব লেখা আসত দিনে রাতে, সেগুলো গোগ্রাসে গিলতাম। সময় কখন কেটে যেত টেরই পেতাম না। একসময় দেখি এই সামু ব্লগ আমার একটা পরিবার হয়ে গেছে। বিভিন্ন ব্লগারদের সাথে নানা রকম পোষ্ট-কমেন্টের মাধ্যমে মতে আদান-প্রদান হত। অনেক অনেক শিক্ষনীয়, রম্য, টেকিসহ নানা রকম পোষ্টে মুখর থাকত সেই সময়গুলি।
যাই হোক আজ ১৪ বছর পরে এসে বরাবরের মত বিশেষ এই দিনে ব্লগের প্রিয় ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রিয় সামুতে লগিন করলাম। আর উপরের কথাগুলো মনে হল।
অপ্সরাপু/শায়মা
আমার এ্যাঞ্জেলিকা আপু ত্রিরত্নের মধ্যে আপু-ই একমাত্র ব্লগার যিনি এখনও নিয়মিতভাবে কষ্ট করে মানসম্পন্ন পোষ্টগুলো উপহার দিয়ে যাচ্ছেন। নিজের কাছে খুবই খারাপ লাগে না যে, আপুর ঐ সুন্দর পোষ্টগুলোতে ঠিকমত কমেন্টও করি না শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর একসময় শায়মা নামেও ব্লগিং করে চলছেন। আপুর বিভিন্ন বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। একসাথে জব, বাসা-বাড়ি ও ব্লগিং কিভাবে সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই এক বিস্ময়! সর্বদা পরিপাটি আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের রঙিন শুভেচ্ছা।
নাফিস ইফতেখার
যে সময়ে ইন্টারনেটে বাংলায় টেকি হেল্প পাওয়া ছিল অপ্রতুল। সেই সময়ে টেকি বস ব্লগার আমাদের সবার টেকি হেল্পের জন্য এগিয়ে আসেন প্রিয় নাফিস ইফতেখার ভ্রাতা। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনবেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। বর্তমানে চ্যানেল আই-এর ব্যস্ত কর্মব্যস্ততা ও সংসার জীবন নিয়ে ভালই আছেন। সামু ব্লগ হারিয়ে গেছে অনেক আগেই তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া বিভিন্ন টেকি টিপস ও নানাবিধ পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আজ বসের জন্মদিনে অনেক শুভকামনা জানাই।
একরামুল হক শামীম
ভাইয়ার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন এখনও। এক সময়ের নিয়মিত ব্লগার ছিলেন আমাদের শামীম ভাইয়া। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সরকারী বড়কর্তা হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। হয়ত মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারেন সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। আমরা শামীম ভাইয়ার সর্বদা সমৃদ্ধি কামনা করছি। শুভ জন্মদিন।
এছাড়াও আমাদের আরও কিছু প্রিয় ব্লগারদেরও আজ জন্মদিন, তার মধ্যে মোঃমোজাম হক ভাইয়া এবং কাজী ফাতেমা ছবি আপুকে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
সবাই এখন অনেক ব্যস্ত, অনলাইনের সময়টা দখল করে নিয়েছে ফেসবুক, ইউটিউব নামক প্লাটফর্মগুলো। সামুতে আগের কেউ-ই তেমন সময় নিয়ে আসতে চায় না। ১২৮ কেপিবিএস এর নেট লাইনের বদলে এখন ১০০ এমবিপিএস স্পীডের লাইন চলে। কত সহজ সবকিছু। কিন্তু তারপরও সেই আগেরমত আমেজটা নেই। আগেরমত টান-টা নেই। হয়ত এটাই সময়ের বির্ততন। মেনে নিতে হবে।
সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।