আমাদের এই সামু পরিবারের ত্রিরত্নের আজ জন্মদিন! একটা সময় ছিল যখন এই ব্লগ সাইটে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চলে যেত। নানা রকম আকর্ষণীয় পোষ্ট দিয়ে ব্লগাররা মাতিয়ে রাখত পুরো ব্লগবাসীদের। আজ ২০২০ সালের এসেও সেইসব ফেলে আসা ব্লগের স্বর্ণযুগকে খুবই মিস করি
যাই হোক বছর ঘুরো আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন। প্রতি বছরের মত এবারও শুভেচ্ছা জানাতে নতুন ব্লগ লিখুন বাটনটা ক্লিক করলাম। যারা ব্লগে নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।
১) অপ্সরাপু / (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
১) অপ্সরাপু / শায়মা
আমাদের ব্লগের পরী আপু মনে হয় একমাত্র ব্লগার যিঁনি প্রায় ২ যুগের অধিক সময় নিয়ে নিয়মিতভাবে ব্লগিং করে যাচ্ছেন! আপু অনেক কষ্টসাধ্য চমৎকার পোষ্টগুলো পড়তে যে কত ভাল লাগে, তা তাঁর ব্লগবাড়িতে খানিকক্ষণ বেড়িয়ে আসলেই বুঝবেন। শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর থেকে শায়মা নিকে ব্লগিং করে চলছেন। তার নানাবিধ বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। কি নেই তার পোষ্টগুলিরে মধ্যে, সর্ব বিষয়ে আপু সেই লেভেলের এক্সপার্ট ! প্রিয় এ্যাঞ্জেলিকা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।
২) নাফিস ইফতেখার
সামুতে টেকি বস ব্লগার ছিল আমাদের সবার প্রিয় নাফিস ইফতেখার ভ্রাতা। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনবেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। চ্যানেল আই’তে তার ব্যস্ত কর্মজীবনের কাছে সামু ব্লগ হারিয়ে গেছে অনেক আগেই তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া বিভিন্ন টেকি টিপস ও নানাবিধ পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আজ তার জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই।
৩) একরামুল হক শামীম
একটা সময়ে শামীম ভাইয়া নিয়মিত বিভিন্ন বিষয়ে ব্লগে লিখতেন। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। এখন যদিও ব্লগে ভাইয়ার উপস্থিতি নেই বললেই চলে। এখন চাকরী জীবনে কর্মব্যস্ত দিন পার করছেন। সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। গত জুন মাসের ১৬ তারিখে ভাইয়া মেয়ের বাবা হয়েছেন। নতুন বাবাকে জানাই শুভ জন্মদিন
...............................................
টাইম মেশিন পেলে আবার সেই ফেলে আসা ব্লগীয় দিনগুলিতে ফিরে যেতাম।
করোনাভাইরাসের এই মহামারীতে সবাই ভাল থাকুক প্রিয়জন নিয়ে এবং দ্রুত নিপাত যাক এই ভাইরাস সেই প্রার্থনা করি।
সবশেষে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাই-
শুভ জন্মদিন ত্রিরত্ন।