বছর ঘুরে আজ আবার সেই বিশেষ দিন, আজ ১৭ই আগষ্ট। সামু ব্লগের গৌরবোজ্জ্বল সময়ের ত্রিরত্ন খ্যাত তিন ব্লগারের শুভ জন্মদিন। সময়ের পরিক্রমায় আজ অনেক নতুন ব্লগার হয়তো তাদের সবাইকে সেভাবে পান নি। তবে তাদের রেখে যাওয়া অনবদ্য পোষ্টগুলো এখনও সমৃদ্ধ করে রেখেছে এই সামু ব্লগ তথা বাংলা ভার্চুয়াল পৃথিবী।
১) অপ্সরা / শায়মা আপুঃ
আমি সব সময়ই বলি এই ব্লগে পরী আপু একজনই আছে। আর তিনি হলেন অপ্সরা আপু। ত্রিরত্নের মধ্যে এখন শুধু অপ্সরা আপুই মোটামুটি ব্লগে মাঝে মাঝে ব্লগে উঁকি দেন তার ব্যাপক পরিশ্রমলব্ধ পোস্ট দিয়ে। বর্তমানে আপু আর্ট নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন আমাকে সহ অনেক ব্লগারকে সুন্দর সুন্দর ছবি একে দিয়েছেন
আমি মাঝে মাঝে আপুকে বলি, “আপু দুনিয়াতে কোন ভাল কাজটা আছে যা তুমি পারো না ?...
সব ক্ষেত্রেই তার পারদর্শীতা লক্ষণীয়। আপ্সরা আপুর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালবাসা জানাই।
২) নাফিস ইফতেখারঃ
একদা বাংলা অন্তজালে টেকি বিষয়ক বাংলা লেখা তেমন বেশি খুজে পাওয়া যেত না। তারপর এই সামু ব্লগের বস নাফিস ইফতেখার এর মত টেকি পার্সনদের কল্যাণে আজ কোন সমস্যায় গুগলে বাংলায় হেল্প চাইলে কয়েকশত পেইজ হাজির হয়। সেই ধারাবাহিকতায় আজ নতুন অনেকেই সেই পদাঙ্ক অনুসরণ করে ব্লগ তথা বাংলা অন্তজাল আলোকিত করছে বাংলা ভাষায়। নাফিস ইফতেখার ২০১৩ সালের পর আর ব্লগে পোষ্ট দেন নি। তবে তার পুরনো পোষ্টগুলি এখনও অসংখ্যাবার পড়া হয়.. হচ্ছে... হবে। বর্তমানে বস চ্যানেল আইতে জব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আমরা সবাই তার সর্বদা ইতিবাচক সাফল্য কামনা করছি।
৩) একরামুল হক শামীমঃ
শামীম ভাইয়ার ব্লগীয় বয়স ১১ বছর ৫ মাস !! যদিও ভাইয়া ৩০শে মে ২০১৩ এর পরে আর কোন পোষ্ট দেন নি। একসময় শামিীম ভাইয়া অনেক তথ্য সমৃদ্ধ, সমসাময়িক অনেক পোষ্ট সামুবাসীদের উপহার দিতেন। সেগুলো এখনও সাজানো আছে তার ব্লগে। ব্রিলিয়ান্ট এই ভাইয়া বর্তমানে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন। একসময় তিনি তার মেধা দ্বারা এই ব্লগ যেমন আলোকিত করেছেন, ঠিক তেমনিভাবে কর্মজীবনেও তার ধারাবাহিকতা থাকবে সেটাই কামনা করি।
......................
বছরে এখন শুধু এই একটা দিন লগিন করি পোষ্ট দেবার উদ্দেশ্যে, বাকীটা সময় শুধু লগিন করে ব্রাউজারের একটা ট্যাবে-ই থেকে যায়। পোষ্ট লিখতে এসে আজ অনেক পুরনো ব্লগীয় স্মৃতির কথা মনে পড়ছে। একটা সময় দিন-রাত কিভাবে যে এই ব্লগের পিছনে চলে যেত টের-ই পেতাম না। তখনকার সময়ে ব্লগে পোষ্টের একটা কমেন্ট এখনকার ফেসবুকের ১০০ টা কমেন্টের থেকেও আর্কষণীয় ছিল। বারবার পেইজ রিলোড দিতাম- নতুন কোন কমেন্টের আশায় টেকপোষ্ট, ছড়া, গল্প, ভ্রমণকাহিনী, আস্তিক-নাস্তিক ক্যাচাল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন পোষ্ট, আড্ডা পোষ্ট প্রভৃতি দ্বারা কত প্রাণবন্ত থাকতো এই ব্লগটা।
তাইতো কফি হাউজ গানের ধারায় বলতে হয়ঃ
“সামু ব্লগের সেই আড্ডাটা আজ আর নেই. আজ আর নেই..
কোথায় হারিয়ে গেল সোনালী সেই দিনগুলি. আজ আর নেই।”
.....................।
শুভ জন্মদিন ত্রিরত্ন। যেখানেই থাকুন.... ভাল থাকুন।