১৭ই আগষ্ট, এই তারিখটি সামু পরিবারের সদস্য হিসাবে আমার কাছে বিশেষ একটি দিন ! জানেন কেন এই দিনটি বিশেষ ?
তা হল আমাদের এই সামু পরিবারকে রাঙাতে ধরনীতে আগমন ঘটেছিল এই ব্লগের ত্রিরত্নের।
যারা এই ব্লগে নতুন ব্লগার, তারা হয়ত সেই সুসময় গুলি মিস করেছেন, আসুন ত্রিরত্নের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
তাহারা হচ্ছেন :
১) অপ্সরাপু, (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
আপনারা উক্ত ব্লগবাড়িতে ঢু মারিলে-ই বুঝিতে পারিবেন যে তাহারা কি কারণে ব্লগের ত্রিরত্ন। এর মধ্যে বস নাফিস ইফতেখার আর শামীম ভাইয়া ধরতে গেলে এখন আর ব্লগে বসার সময়ই পান না। তবে অপ্সরা আপু সময় করে এখনো লিখে যাচ্ছেন।
আজ সকাল থেকে অফিসে অনেক বেশি কাজের চাপ, তারপরও মনের মধ্যে আকুপাকু করছিল তাদের নিয়ে পোষ্ট দেবার জন্য। এক সময় সারাদিন পড়ে থাকতাম এই ব্লগে আর এখন কাজের চাপে শুধুমাত্র লগিন-ই থাকি পোষ্ট আর দেয়া হয়ে ওঠে না। তবে ফেলে আসা ব্লগের সোনালী দিনগুলি খুবই মিস করি।
....
আয় মেঘ আয় ছেলেবেলা - আয় কাঠ পেনসিল
আয় রোদ আয় বন্ধুরা - দেখি উড়ে যায় চিল
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় সবই।
.............
ইচ্ছে ছিল আরো অনেককিছু লিখবো. .. কিন্তু ব্যস্ততা আমায় আজ দিচ্ছে না অবসর
সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন এই কামনায়।