রহমতের পর এবার এলো মাগফিরাতে বাণী,
খুব কায়মনো কামনা, করো মোদের মাফি, যদিও মোরা গুনাহগার জানি।
দেখতে দেখতে তা-ও হয়ে এলো শেষ,
এবার আসছে দোযখের আযাব থেকে নাজাতের রেশ।
সকল ফরজ, রাত জেগে তারাবিহ্ আর নফল পড়তে নামাজে,
সময়মতো করতে যেন পারি সব, এই তো করি আশা যে।
কঠিন সে দোযখ থেকে চাই সবসময় মুক্তি,
আল্লাহ্ তোমার প্রতি যেন বাড়ে আমার ভক্তি।
তোমার সন্তুষ্টি যেন করতে পারি অর্জন,
দাও পথ বাতলে, যেন সৎ থেকে হালাল পথে হয় মোর উপার্জন।
হাজার মাসের চেয়ে উত্তম রাত দাও পাইয়ে এ রমজানে,
শেষ দশের বিজোড় রাতের রোশনাই দাও এ মনে।
চাই তোমাতে তুষ্টি মা’বুদ, তোমার নবীর চাই সাফায়াত,
দাও তৌফিক করতে বন্দেগি তোমার, হোক মধুর রোজ-কেয়ামত।