প্রথমেই নির্বাচনে জয়ীদের অভিনন্দন। দারুন এক নির্বাচন দেখালেন বৈকি! বাংলাদেশের নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন রাজনীতিবিদদেরও লজ্জা লাগবে। নির্বাচন শব্দটাই এখন বড় কৌতুক, সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক, ইউপি নির্বাচন হোক কিংবা ব্লগের কোন বাচ্চার করা নির্বাচন হোক!
এই নির্বাচন করেছেন এমন এক ব্লগার, যিনি নির্বাচনে বিজয়ী ব্যাক্তির অন্ধ ভক্ত মুরিদ। সর্বকালের সেরা খেতাব জয়ী ব্লগোর আরেক ভক্ত হয়েছেন সেকেন্ড। ঘটনার শুরু যখন সেকেন্ড হওয়া ব্যক্তি ব্লগো কে সর্বকালের সেরা ঘোষনা করে বসেন। তার সেই লেখায় ব্লগাররা তার দাবির বিপক্ষে কথা বলতেই এই নির্বাচনের অবতারনা।
একটু নির্বাচনের দিকে তাকাই, যিনি নির্বাচন দিয়েছেন তার উদ্দেশ্যই ছিলো চাঁদগাজী আর রাজীব নূরকে সেরা হিসেবে সবার সামনে প্রকাশ করা। কারন এই দুই ব্লগারকে যখন অনেকে "সেরা ব্লগার" মানতে চায়নি, তখনই হুট করে নির্বাচন (?) দেয়া হলো।
আজব নির্বাচন, কোন নির্বাচন কমিশন বা বিচারক প্যানেল নাই, পর্যবেক্ষক নাই, আগাম প্রচারনা নাই। নির্বাচন করেছেন শাইয়্যান নামের এক ব্লগার (যিনি চাদগাজীর আত্ম-স্বীকৃত ভক্ত)। তিনি এই নির্বাচন দেয়ার এখতিয়ার রাখেন কিনা আমার জানা নাই। নিজে নির্বাচন দিয়ে আবার নিজেই প্রকাশ্যে প্রথম ভোট দিয়েছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর চমৎকার উদাহরন।
এই শাইয়্যান নামের ছেলেটার মানষিক পরিপক্কতা নিয়ে আমার এমনিতেও প্রশ্ন আছে। মাস দুই-তিন আগে আমার একটা লেখা না পড়েই সে আমার বিরুদ্ধে আবোল তাবোল অভিযোগ এনে পোষ্ট করেছিলো। আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলো আমি নাকি একটা লেখায় একজন ব্লগারের (তার পীরের) মৃত্যু কামনা করেছি, এবং এই অভিযোগ সে আমার লেখাটি না পড়েই করেছিলো (তার নিজের কথা)।
ভোটের পোষ্টে কমেন্ট পরেছে ৩৪ টা, তার ভেতরে ভোটের কমেন্ট ১৫ টা। অনেকেই একাধিক ভোট দিয়েছেন। সুতরাং আমি যদি ভুল না বুঝি, ২ লক্ষাধিক ব্লগার সমৃদ্ধ প্লাটফর্মে সর্বকালের সেরা ব্লগার নির্বাচিত করা হলো, ভোট দিয়েছেন ১৫ জন!!! পার্সেন্ট হিসাব করতেও ভয় লাগছে!
স্যরি টু সে, বাংলাদেশের লোক দেখানো নির্বাচনেও এর চেয়ে বেশি ভোট কাষ্ট হয়।
সেরা ব্লগারের লিষ্টে লেখা চোর, ধর্ম বিদ্বেষী, এ্যাটেনশনসিকার, উগ্র আচরনের ব্লগারদের দেখে অবাক লাগে নাই, অবাক লেগেছে ইমন জুবায়েরকে ৯ নম্বরে দেখে। সর্বকালের সেরা ব্লগারের ভোটে চেয়ারম্যান ভোট পেয়েছেন ১ টা, নাফিস ইফতেখার ৩ টা, ফিউশন ফাইভ ১ টা।
জানি না সেরাদের কাতারে আসার রিকোয়ারমেন্ট কি ছিলো, কিন্তু সেরাদের লিষ্টে কাসাফাদ্দৌজা নোমান (নোমান নমি), রাশান শাহরিয়ান নিপুন, অপু তানভীর, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৎৎৎ, ঘুড্ডির পাইলট, সাহাদাত উদরাজী, কান্ডারি অথর্ব , বিডি আইডল, শাহ আজিজ, খায়রুল আহসান, সোহানী, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, দূর্যোধন, মরুভূমির জলদস্যু, ফাহমিদা বারী নেই। মতের অমিল হলেও সর্বকাল বিচারে ব্লগের পরিচিত ও যোগ্য মুখ হিসেবে কিন্তু এরাই এগিয়ে থাকবে।
এই লেখাটা লিখতাম না, লেখার কারন হলো ব্লগ কর্তৃপক্ষ শাইয়্যানের ভোটের(!) পোষ্ট প্রথম পাতায় এলাও করেছেন, সরিয়ে দেন নি। এমন একটা পক্ষপাতমূলক অপরিপক্ক পোষ্ট, যা ব্লগে স্পষ্ট একটা বিভাজন দেখিয়ে দিলো।
আমরা সবাই জানি চাঁদগাজীর অনুসারী আছে অনেক। তাদের গ্যাং মার্কা কার্যকলাপ ওপেন সিক্রেট। কিন্তু সেটা এবার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।
আমি চাদঁগাজী বা রাজীব নূরকে ছোট করছি না, যদিও আমি তাদের পছন্দ করি না, সেরা ব্লগার হিসেবে মনে করার কোন যোগ্যতা তাদের আছে বলেও মনে করি না। তারা এই ব্লগের নিয়মিত ও একটিভ ব্লগার। ব্লগে লেগে আছেন। কিন্তু সেরা? তাও আবার সর্বকালের সেরা? ইউ ডোন্ট স্ট্যান্ড এ চান্স কিড!
যাই হোক, তারা নিজেদের সেরা ভাবতে থাকেন। পাগলের সুখ মনে মনে। তারা না হয় প্রকাশ্যেই সুখ নিতে থাকেন। আমিও নিজেকে পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পী মনে করি, আপনারা মানতে না চাইলে এখনই আমার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের ভোটে নির্বাচিত হয়ে দেখিয়ে দিবো।
----------------------
উপরের ছবির বর্ণনাঃ নির্বাচনের অবস্থা দেখে আমার বিড়াল এর ফেসবুক ফ্রেন্ড হাসতে হাসতে পাগল হয়ে এখন হাসপাতালে ভর্তি। সবাই আমার বিড়ালের বন্ধুর সুস্থতার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫