বছর শেষ হচ্ছে, একটা পোষ্ট করা দরকার মনে করলাম। আমাকে চিনে না থাকলে একটু পরিচয় দেই। আমি এই ব্লগে একজন নগন্য সাধারন ব্লগার। আমি নিজেকে কেন নগন্য মনে করি, সেটার লিষ্ট দিচ্ছিঃ
১) আমি মাত্র দেড় বছর পুরনো ব্লগার। বয়স বিচারে বাচ্চা বলা যায়।
২) আমি নিয়মিত লিখি না। মাঝে মাঝে লম্বা সময় কোন পোষ্ট দেই না। কমেন্টও করি না। লগ-ইনও করি না। মাসে শত শত পোষ্ট করি না।
৩) আমি খুব বেশি মন্তব্য করি না।
৪) শত শত ফলোয়ার নাই আমার। এবং আমি অনেকের ফলোয়ার।
৫) ব্লগিংয়ে আমার কোন রেকর্ড নাই।
৬) আমি কোন পীরের মুরিদ নই।
এখন এই লেখাটা যখন লিখছি, পাশ থেকে আমার বিড়ালটা ম্যাও ম্যাও বলে আপত্তি জানাচ্ছে। (আমার একটা বিড়াল আছে, যে আমার ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় আমার পাশে বসে থাকে।) আমার বিড়াল আমার সাথে মহা তর্ক বাধিয়ে দিলো, তার অভিমান দেখে নিচে তার যুক্তিগুলো তুলে ধরলাম।
এই কথাগুলো আমার বিড়াল কানে কানে আমাকে বলেছেঃ
১) বয়স দিয়ে কাউকে শ্রেষ্ট / নগন্য বলা বোকামি। উকুন, জোক, তেলাপোকা এই প্রানীগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রানী (ডায়নোসরের আমল থেকে)। অথচ নবীন হলেও সবচেয়ে বুদ্ধিমান ও ডমিনেন্ট প্রানী মানুষ, সবচেয়ে কিউট প্রানী বিড়াল (কিঞ্চিত পক্ষপাতদুষ্ট, কারন এটা আমার 'বিড়াল' এর মত)।
২) দিনে পাচটা পোষ্ট দিলে সেইটা মানসম্পন্ন হতো না, স্প্যামিং-ফ্লাডিং হইতো। যারা বাস্তবেই কাজ-কর্ম, লেখা-পড়া করে, অকর্মা নয়, তারা চাইলেও মাসে মাসে পোষ্টের পাহাড় গড়তে পারে না। ইদুর মাত্র দুই সপ্তাহ বয়স থেকেই বাচ্চা দিতে সক্ষম হয়, এবং তার জীবনকালে গণহারে বাচ্চা প্রসব করে (+- ২০০), অপরদিকে হাতি প্রতিবার মাত্র একটাই বাচ্চা দেয়, এই বাচ্চা জন্ম দিতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগে। এখন ইদুর আর হাতির ভেতর তুলনা করা কি ঠিক হবে?
৩) বেশি কথা বলা (বা লেখা) একটা বদঅভ্যেস, বুঝে শুনে প্রয়োজনীয় কথা বলা (বা লেখা)ই বুদ্ধিমানের কাজ। ব্লগার ও রাজনীতির বাচাল নেতাদের ভেতর এটা একটা বড় পার্থক্য।
৪) অন্য কোন ব্লগারকে ফলো না করে আবার সেটা বড় গলায় বলার চেয়ে, যারা ভালো লেখেন, সে সব ব্লগারদের ফলো করায় দোষ নাই। নিজের কয়টা ফলোয়ার হইলো সেইটা জনে জনে বলে নিজেকে শ্রেষ্ট প্রমান করতে চাইলে সেটা অতি উৎকৃষ্ট লেভেলের ছাগলামি।
৫) ব্লগ ছাইপাশ ও ভালোমন্দ সব ধরনের লেখা পড়া ও লেখার জায়গা, এটা টেপ রেকর্ডার না।
৬) এখানে কিছু বলার নাই। তোমার পছন্দের ব্লগার অনেক আছে।
আমি আমার বিড়ালের যুক্তি মন দিয়ে শুনলাম। তারপর নিজেকে বিচার করতে চেষ্টা করছি। আমি মহামানব বা মাটির মানুষ না। সহজ সরল হিসেবেও আমাকে বিচার করা যায় না। তবে একটা বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আমি ভন্ড নই। নিজেরে বড় করে তুলে ধরে আবার নিজেকে সহজ-সরল মাটির মানুষ দাবি করার মতো ছাগলামী ও ভন্ডামি কখনো করি না।
তবে মানুষের আতঁলামী, ছাগলামী, মূর্খামি ও ভন্ডামি দেখে প্রশ্ন তুললে, এগুলো ধরিয়ে দিলে তারা ভাবে আমি ঝগড়া ফ্যাসাদ করছি। আমার চোখে এই ব্লগে প্রচুর ব্লগার আছেন যারা ভালো লেখেন। কেউ গল্পে ভালো, কেউ কবিতায়, কেউ দৈনন্দিন জীবনধর্মী লেখায়, কেউ ভ্রমন কাহিনীতে। কিন্তু এদের কেউকেই আমি এককভাবে সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার বলবো না।
--------------------------------------------
বিদ্রঃ আমি পশুপ্রেমী হিসেবে সকল লেখায় পশু-পাখির ছবি দিবো বলেছিলাম, এই লেখায় উপরে দেয়া ছবিটা ক্রিস্টোফার এ্যামিরুসো ও তার প্রিয় গাধা লিলি এর। ক্রিস্টোফার একজন গায়ক, লিলি তার প্রিয় গাধা। ক্রিস্টোফার এই লিলি গাধাটার ভীষনরকম ভক্ত। লিলি প্যানকেক পছন্দ করে, আর সেটা নিয়েই সে একটা গান গেয়েছে। এই গানের খবর ভাইরাল হয়েছিলো, চাইলে ইউটিউবে দেখতে পারেন।
।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৫