ছবি কৃতজ্ঞতাঃ ব্লগার জুন
আমি এই লেখাটা সাময়িক ভাবে লিখছি। যেহেতু আমার লেখায় ব্লগার জাদিদ সাহেবের একটা মন্তব্য থেকে অনেকেই কিছু ভুল ধারনা ধরে বসে আছে, এবং আমি আমার অবস্থান ব্যাখা করার পরও তারা মানছে না। তাই আমি ব্লগার জাদিদ সাহেব থেকেই এই ব্যাপারে একটা ব্যাখা আশা করছি। সবাই আমার লেখা না পড়েও যেহেতু তার মন্তব্য থেকেই একটা ধারনা ধরে বসে আছে, তাই তার ব্যাখাই তাদের ভুল ভাঙাতে পারে।
তবে প্রথমে আমার অবস্থান (আবারও) পরিস্কার করি।
আমার একটা লেখায় আমি লিখেছিলাম মানুষ মরে গেলে বাংলাদেশে তাকে গ্লোরিফাই করা হয়। সেই লেখার শেষে আমি ডার্ক হিউমার হিসেবে চারটি লাইন লিখেছিলামঃ
হয়তো ব্লগার গাজীর প্রয়ানের পর ব্লগারগন বিবৃতি দিবে, "লোকটা বুদ্ধিমান ছিলো, সকলের ব্লগে উৎসাহ দিয়ে মন্তব্য করতো। বিবেক ছিলো, আত্মসম্মান ছিলো।"
অথবা ব্লগার বালিশের মৃত্যুর পর তানভীর সাহেব বিবৃতি দিবে, "লোকটা আমার বন্ধু ছিলো। আমার লেখায় আমাকে সম্মান দিয়ে মন্তব্য করতো। কপি-পেষ্ট করতো না"
এই লেখা আমি পোষ্ট করি ৩:৫৭ মিনিটে, ৪:০০ টা থেকে আমার ইন্টারনেট সমস্যার কারনে আমি লগ ইন করতে পারিনি। কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম এই লেখাটুকু কেউ না বুঝলে অফেন্ড হয়ে যাবে। ডার্ক হিউমার হিসেবে ধরতে পারবে না। পরবর্তীতে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হওয়ার পর লগইন করে আমি ব্লগার জাদিদ ভাইয়ের কমেন্ট পাই, যেখানে তিনিও এই বিষয়ে মন্তব্য করেন।
আমি পোষ্ট থেকে লাইন চারটি বাদ দেই। এবং জাদিদ ভাইকে বুঝিয়ে বলি আমি কারো মৃত্যু কামনা করি নাই। এডিট করেই যেহেতু আমি আমার লেখার মন্তব্যের রিপ্লাই দিয়েছি, তাই ধারনা করছি এডিট করা হয়েছে বিকাল ৪:৫৫ মিনিটের এর আশে পাশে।
পরবর্তীতে আবার ব্লগার কাল্পনিক_ভালোবাসা মন্তব্য করেন শিরোনাম পরিবর্তনের ব্যপারে সাজেশন দিলে আমি পোষ্ট এডিট করে শিরোনাম পরিবর্তন করি। এই এডিট করা হয়েছে ৭:৫১ মিনিটে।
আমার লেখায় চাঁদগাজী সন্ধ্যা ৬:০০ টার সময়ে কমেন্ট করেছেন। স্বভাবতই তিনি আমার মূল লেখা পড়েন নি, তিনি দেখেনও নাই যে আমি ঠিক কি লিখেছিলাম। তিনি ব্লগার জাদিদ সাহেবের মন্তব্য থেকে ধারনা করেছেন আমি তার মৃত্যু কামনা করেছি। এই বিষয়ে আমি তাকে উত্তর দিলেও তিনি সেটা মানেন নি, গতকাল (১৪ সেপ্টেম্বর) একটা লেখায় তিনি আবার বলেছেন তার নাকি মৃত্যু কামনা করা হয়েছে, এবং কেউ প্রতিবাদ করেনি।
তার এই লেখায় আমি আবার লম্বা কমেন্ট করে তার ভুল ভাঙানোর চেষ্টা করেছি। মনে হয় না তিনি আমার কথা বুঝেছেন।
এরপর একজন বিজ্ঞ ব্লগারকে দেখলাম খুবই মানসম্পন্ন একটি ব্লগপোষ্ট করেছেন, যেখানে জনগুরুত্বপূর্ণ একটা নিউজ তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। সেখানে তিনিও লিখলেন যে ব্লগার চাঁদগাজীর মৃত্যু কামনা করা হয়েছে। যদিও লেখাটি তিনি পড়েননি। আমি এখানেও কমেন্ট করে ভুল ভাঙাতে বৃথা চেষ্টা করেছি।
পরবর্তীতে তিনি কমেন্ট লিখেছেন চাঁদগাজীকে হুমকি দেয়া হয়েছে।আরও বলেছেন আমি ধমক খেয়ে পোষ্ট এডিট করেছি
বিজ্ঞ ব্লগার আরো বলেছেন পোষ্ট যেহেতু এডিট করা হয়েছে, তাই এটা অরিজিনাল পোষ্ট নয়।
(যদিও তিনি লেখা পড়েন নি, তবু হয়তো বোঝাতে চেয়েছেন আমি পোষ্ট এডিট করে হুমকির কথা মুছে ফেলেছি)
যাই হোক, ব্লগার জাদিদ ভাইয়ার কাছে আমার কিছু প্রশ্নঃ
১) লেখাটি আপনি পড়েছেন। আপনার মন্তব্যের কিছু পরেই আমি লেখা এডিট করি। আমি লেখায় শুধু ব্লগার গাজী লিখেছি, আপনিও মন্তব্যে শুধু ব্লগার গাজী লিখেছেন। আপনার কি আসলেই মনে হয়েছে আমার লেখাটিতে চাঁদগাজীর নাম আছে?
২) আপনার কি আসলেই মনে হয়েছে আমি ব্লগার চাঁদগাজী বা কারো মৃত্যু কামনা করেছি?
৩) আপনার কি মনে হয়েছে আমি চাঁদগাজীকে হুমকি দিয়েছি?
৪) আমার কাছে যদিও আপনার কমেন্টকে ধমক মনে হয়নি। তবু আপনি নিজে বলেন আপনি কি আমাকে ধমক দিয়েছেন?
৫) পোষ্টটি দুইবার এডিট করা হয়েছে। ৪:৫৫ মিনিট (প্রায়) এবং ৭:৫১ মিনিটে। এডিটের পূর্বেই আপনি লেখা পড়েছেন। আপনার কি মনে হয়েছে এডিট করে আমি লেখার মুল ধারনা পাল্টে ফেলেছি?
বাকি ব্লগারগনও মতামত দিতে পারেন। বিশেষ করে ঐ লেখাটি যারা পড়েছেন, তারাই বলেন, আমি কি মৃত্যু কামনা করেছি? কিংবা হুমকি দিয়েছি?
উল্লেখ্য, এই ব্লগে গাজী লিখে সার্চ করলে ৯-১০ জন ব্লগারকে পাওয়া যায়, তার ভেতর গাজী নামেই একজন আছেন। ১৫ বছরের পুরনো ব্লগার। অফেন্ড হলে তারই হওয়ার কথা।
গাজী লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে চাঁদগাজীকে পাওয়া যায় না।
নোটঃ আমি পশুপ্রেমী হিসেবে সকল লেখায় পশুর ছবি দিবো বলেছিলাম, সেটা শুনে জুন আপা আমাকে ছবি দিয়েছেন। ছাগলের পালের এই ছবি পোষ্টের সাথে সম্পর্কিত নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৯