- খায়রুল ।
- ওর নাম কি ?
- নুরাইম্যা ।
- বুঝলাম না ।
- (একটু জোড়ে) নুরাইম্যা............. !
বুঝলাম, ওর নাম নুরে আলম ।
- আমি কে বলতে পারবে ?
- দাদা.... ! ( তার মায়ের কাছে শুনে বললো ) আপনি কই থাহুইন ?
- আমি টাঙ্গাইল থাকি । তুই টাঙ্গাইল যাবি ?
- হ , কি দিয়া ?
- মিনি বাস দিয়া ।
- না, যামু না । মিনি বাসে উঠলে আমি ডরাই । একসিডেন্ট অয় ।
- তা হলে কি দিয়া যাবি ?
- ঘোড়া দিয়া । আপনি বড়টায় আর আমি ছোটটায় চইড়া যামু ।
( খায়রুলদের একটা ঘোড়া আছে এবং ঘোড়াটার একটা সুন্দর বাচ্চা আছে, বাচ্চা
ঘোড়াটা ওর খুব প্রিয়)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১